![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maharashtra Election Result 2024:গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই,মহারাষ্ট্রের মসনদে কে?ঝাড়খণ্ড কার?
ABP Ananda Live: মহারাষ্ট্রে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই। ১২৩টি আসনে এগিয়ে বিজেপি। ১২৭ টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। অন্যান্যরা এগিয়ে ১২টি আসনে। ঝাড়খণ্ডে ৩৫টি আসনে এগিয়ে বিজেপি জোট। ৩৮টি আসনে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট। ওয়েনাডে এগিয়ে প্রিয়ঙ্কা গান্ধী।
আজ রাজ্যে উপনির্বাচনের ফলপ্রকাশ। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়েছে। ২০২১-র বিধানসভা নির্বাচনে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
![Bangladesh News : সাঁড়াশি-চাপে কি সুর নরম করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার? এখনও জেলে চিন্ময় প্রভু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/7cf89602170484ea183b4e1acbe19ab51732935041893535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Hooghly News: প্রশ্ন ফাঁসের অভিযোগে আরামবাগে ধুন্ধুমার। পরীক্ষার আগেই 'প্রশ্ন ফাঁস', বিলি উত্তরপত্র!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/5b6b06a800b78d82d260586d72fc7abd1732934228978535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh : 'ওঁর নোবেল পুরষ্কার ফিরিয়ে নেওয়া উচিত নোবেল কমিটির', ইউনূসকে আক্রমণে অভিজিৎ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/b17565efe3ebe88d56df98b82f986e921732933600458535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News : বিধানসভা থেকে ওয়াক আউট BJP বিধায়কদের। সব ধর্ম পালনের অধিকার এ রাজ্যে নেই : শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/73e7db7213156f54259169187cef8c881732932691395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Khaibar Pass : শিলিগুড়িতে শুরু হয়ে গেল উত্তরের খাইবার পাস। কতদিন চলবে এই খাদ্য উৎসব?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/c399ead91f63c97cc87dd636aa2c98e81732931732431535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)