Auto Expo 2023: মারুতি নিয়ে এল ইলেকট্রিক কনসেপ্ট এসইউভি, নাম দিয়েছে ইভিএক্স
Maruti SUV EVX: গাড়ির মেলায় প্রথমেই ধামাকা। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের কনসেপ্ট কার ইভি এক্স দেখাল মারুতি সুজুকি।
Maruti SUV EVX: গাড়ির মেলায় প্রথমেই ধামাকা। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের কনসেপ্ট কার ইভি এক্স দেখাল মারুতি সুজুকি। এক চার্জে যাবে ৫৫০ কিলোমিটার। কোম্পানি জানিয়েছে, ২০২৫ সালের মধ্য়েই হবে এই গাড়ি লঞ্চ করবে কোম্পানি।
Auto Expo 2023: কাদের জন্য এই এসইউভি ?
মারুতি জানিয়েছে, অবস্থানের দিক থেকে এটি একটি বড় এসইউভি হবে। ইলেকট্রিক মডেল ছাড়াও এই EV-র সম্পূর্ণ হাইব্রিড মডেলও আনবে কোম্পানি। তবে ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে ইভিএক্স-এর মাইল্ড হাইব্রিড মডেলেও আনতে পারে কোম্পানি। এদিন প্রথম দেখাতেই সবার নজর কেড়েছে এই গাড়ি।
Maruti SUV EVX: কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে ?
কোম্পানি জানিয়েছে,স্থানীয়ভাবে একত্রিত করা হবে মারুতির ইভি-এক্স মডেল। সেই কারণেই দাম বাকিদের থেকে তুলনায় কম হতে পারে। যা হতে পারে এই গাড়ির সাফল্যের চাবিকাঠি। শোনা যাচ্ছে,এই বৈদ্যুতিক SUV গুজরাতে কোম্পানির নতুন প্ল্যান্টে তৈরি করা হবে। সম্ভবত Nexa সেলিং আউটলেটের মাধ্যমে এই মডেলগুলি বিক্রি করা হবে। এতে ৬০ কিলোওয়াটের ব্যাটারি প্যাক থাকবে। এক চার্জে ৫৫০ কিলোমিটার যেতে পারে এই গাড়ি। একবার দেখলেই নজর কাড়বে এই গাড়ির ডিজাইন। যা বেশ আক্রমণাত্মক রেখেছে কোম্পানি। এটি দৈর্ঘ্যে ৪ মিটারের ওপরে হবে। প্রোডাকশন ভার্সনেও একই বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যেতে পারে।
Auto Expo 2023 LIVE : ৩ বছর কোভিডের কারণে সম্ভব হয়নি। আজ ১১ জানুয়ারি গ্রেটার নয়ডায় শুরু হয়েছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা (Auto Expo 2023)। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে (Auto Expo 2023 India) অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে।
Auto Expo 2023: অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে ?
অটো এক্সপো ২০২৩ (Auto News 2023) আগের মতো ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে, যা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেপি গল্ফ কোর্সের কাছে। এর সঙ্গে অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো-কম্পোনেন্ট শো আয়োজন করবে।
Auto Expo 2023 India: তারিখ ও সময়
অটো এক্সপো ২০২৩-এর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। ১৮ জানুয়ারি শেষ হবে শো। তবে সংবাদ মাধ্যমের জন্য ১১ তারিখ খুলে দেওয়া হবে এই মোলার দরজা। এই মেলার সময় সাধারণ নাগরিকদের জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৮ টা, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ টা, ১৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে প্রবেশ বন্ধ থাকবে।
Auto Expo 2023: কীভাবে পৌঁছবেন
অটো এক্সপো 2023 গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে ঠান্ডা আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠিত হবে। বর্তমানে এই জায়গার তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। কখনও তা এর নিচেও নেমে যাচ্ছে। মেট্রো সংযোগ সহ পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি পার্কিং স্পেসও পাওয়া যাবে এই মেলায়। ইতিমধ্য়েই এই মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যেখানে সপ্তাহান্তের টিকিটের দাম ৪৭৫ টাকা ও অফিসের দিনের জন্য টিকিটের মূল্য ৩৫০ টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন : New MG Hector: ডায়মন্ড গ্রিল নজর কাড়বে সবার, এমজি নিয়ে এল নতুন হেক্টর