Auto : শীঘ্রই বাজারে আসছে এই নতুন তিন এসইউভি, কবে রাস্তায় দেখতে পাবেন ?
Cars : আপনিও যদি পেট্রোল এসইউভি নিতে চান, তবে আমরা আপনাকে এই তিন পেট্রোল SUV-র কথা বলব। জেনে নিন, কোন গাড়িগুলি (Auto) রয়েছে তালিকায়।

Cars : বৈদ্যুতিক গাড়ির (Electric Cars) চাহিদা বৃদ্ধির মধ্যেই নতুন করে নজর কাড়ছে পেট্রোল এসইউভিগুলি (SUV)। পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে (Indian Car Market) বেশিরভাগ অংশই এখনও পেট্রোল গাড়ি ব্যবহার করেন। আপনিও যদি পেট্রোল এসইউভি নিতে চান, তবে আমরা আপনাকে এই তিন পেট্রোল SUV-র কথা বলব। জেনে নিন, কোন গাড়িগুলি (Auto) রয়েছে তালিকায়।
টাটা সিয়েরা
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে সম্প্রতি নতুন সিয়েরা তার আইসিই অবতারে দেখানো হয়েছিল। এটি এই বছরের অন্যতম আলোচিত গাড়ি হিসাবে লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে নতুন সিয়েরা কমপ্যাক্ট SUV প্রতিদ্বন্দ্বী হবে না। তবে এটি Curvv বা ক্রেটার ওপরের বিভাগে অর্থাৎ Harrier-এর নীচে রাখা হবে। এটি টার্বো পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সঙ্গেও বাজারে আশতে পারে। মনে রাখবেন, বাজারে এই গাড়ির ডিজাইনই এর মূল ক্যাচ।
হুন্ডাই ভেন্যু
নতুন হুন্ডাই ভেন্যু চলতি বছরেই বাজারে আসছে। এটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেলগুলির মধ্যে একটি হতে চলেছে। মন রাখবেন, এই গাড়ি সবসময়ই ভারতের বাজারে ভাল সেলস রিপোর্টের জন্য জনপ্রিয়। নতুন মডেলে আরও টেক-প্যাকের পাশাপশি একটি নতুন চেহারা নিয়ে আসবে। আরও চওড়া কেবিন এই গাড়িতে স্বস্তি দেবে যাত্রীকে। এটি পেট্রোল ও ডিজেল ইঞ্জিনে চলবে। এই গাড়িতে উভয় পাওয়ারট্রেনের সঙ্গে অটোমেটিক অপশন পাবেন ক্রেতারা।
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা ৭ সিটার
ই ভিটারা ইলেকট্রিক SUV লঞ্চের পর গ্র্যান্ড ভিটারার 7 সিটার সংস্করণ ভারতে আসবে। 7 সিটার সংস্করণটি সাধারণ গ্র্যান্ড ভিটারা থেকে একটি টুইকড স্টাইলিং আপডেট পাবে। তবে এর তিন সারির আসন ও দ্বিতীয় সারির জন্য সম্ভাব্য ক্যাপ্টেন সিট কনফিগারেশন থাকবে। একটি ভিন্ন নাম পাওয়ার সময় এটি আরও প্রশস্ত এবং আরও বিলাসবহুল হবে। যদিও ইঞ্জিনগুলি হালকা হাইব্রিড ও শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন সহ একই রকম থাকবে।
Tata EV : টাটা মোটরসের টিয়াগো ইভি ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বলা হয় ভারতে এন্ট্রি লেভেলের বৈদ্যুতিন গাড়ি হিসেবেই এই টাটা টিয়াগোর পরিচিতি সবথেকে বেশি। এর সাশ্রয়ী দাম, দারুণ ফিচার্স, অনেক কম রানিং কস্টের দরুণ এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। যে হারে দেশে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে, তাতে গাড়ি (Tata EV Discount) চালানোর খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এই বৈদ্যুতিন গাড়ি (Tata EV) চালাতে আর পেট্রোল কিংবা ডিজেলের জন্য টাকা খরচ করতে হবে না। পেট্রোলের বাইক চালানোর থেকেও এর রানিং কস্ট কম। আর এই গাড়িতেই এপ্রিল মাসে ৮৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। কী কী ফিচার্স পাবেন এই হ্যাচব্যাকে দেখে নিন।






















