Electric Cars Sales: ৭টি গাড়ি বিক্রি হলে একটি থাকছে ইভি, বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে চিনের বিওয়াইডি
BYD EV : পেট্রোল বা ডিজেল গাড়ি নয়, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী দাপট দেখাল ইলেকট্রিক গাড়ি।
BYD EV : পেট্রোল বা ডিজেল গাড়ি নয়, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী দাপট দেখাল ইলেকট্রিক গাড়ি। রিপোর্ট বলছে, প্রতি ৭টি গাড়ি বিক্রি হলে একটি থাকছে ইভি।
Electric Cars Sales: বিশ্বের ইভি বাজারে সবার ওপর কে ?
রিপোর্ট বলছে, বছরের প্রথম ত্রৈমাসিকে বিক্রি হওয়া প্রতি 7টি গাড়ির মধ্যে একটি ছিল বৈদ্যুতিক গাড়ি। এই ইলেকট্রিক গাড়ি বাজারে সবার ওপরে 21.1 শতাংশ শেয়ার নিয়ে রয়েছে চিনের BYD। ড্রাগনের আধিপত্যের পরই নাম রয়েছে এলন মাস্কের টেসলার। 16 শতাংশ শেয়ার নিয়ে টেসলা দ্বিতীয় স্থানে রয়েছে। বুধবার একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
2023 সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী যাত্রীবাহী ইভি বিক্রি 32 শতাংশ বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ত্রৈমাসিকে সব ইভি বিক্রির 73 শতাংশ ব্যাটারি ইভি (BEVs) ছিল। বাকিগুলি বেশিরভাগই প্লাগ-ইন হাইব্রিড EVs (PHEVs) মডেল।
Electric Cars Sales: ইভি বাজারে কোন দেশের কী অবস্থা
2023 সালের শেষ নাগাদ ইভি বিক্রি 14.5 মিলিয়ন ইউনিটের বেশি হবে বলে আশা করছে ইভি প্রস্তুতকারক কোম্পানিগুলি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইভি বাজারে পরিণত হয়েছে। যেখানে চিন শীর্ষস্থানে রয়েছে। এই বিষয়ে গবেষক অভিক মুখার্জি জানিয়েছেন, টেসলা জানুয়ারিতে বিশ্বব্যাপী তার মডেলের দাম কমিয়েছে। যার পরে অন্যান্য স্বয়ংচালিত ব্র্যান্ডগুলি ফেব্রুয়ারিতে তাদের গাড়ির মডেলগুলির জন্য দাম কমিয়েছে। যা ইভি বিক্রিতে গতি এনেছে।
বিশ্বব্যাপী ইভি বিক্রি মূলত চিনে শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বে মোট ইভি বিক্রির 56 শতাংশ এই বাজার থেকে আসে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে, BYD, NIO, Xpeng, Volkswagen, BMW, Mercedes-Benz, Nissan, Honda এবং Toyota সহ প্রায় 40 টি অটোমেকার তাদের গাড়ির দাম কয়েকশো ডলার কমিয়েছে। যা চিনের ইভি মডেলগুলিকে টক্কর দিতেই শুরু করেছে কোম্পানিগুলি।
BYD EV : চিনে দেশে যাত্রীবাহী যানবাহনের সামগ্রিক বিক্রি 12 শতাংশ হ্রাস সত্ত্বেও, ইভি বিক্রয় বছরে 29 শতাংশের উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। মোট যাত্রীবাহী ইভি বিক্রির 37 শতাংশ হয়েছে, যেখানে রয়েছে শীর্ষ 10টি ইভি মডেল। টেসলার মডেল ওয়াই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া হলেও এখন BYD ওর ঘারে নিশ্বাস ফেলছে। তবে দামের দিক দিয়ে টেসলার থেকে অনেকটাই কমে ছাড়ছে BYD।
আরও পড়ুন : PPF Interest Rate: পিপিএফ-এ বাড়তে পারে সুদের হার, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার !