SUV Cars: সেডান আর SUV-র মিশেল ! দারুণ সব ফিচার্স- ভারতে বাড়ছে এই গাড়ির চাহিদা
Sedan and SUV Crossover: এখন এই ধরনের গাড়ির দুর্দান্ত পারফরম্যান্স এবং ট্রেন্ডের কারণে বাজারে এগুলি আরও বেশি পরিমাণে এসেছে। ক্রসওভার গাড়িই এখন বেশিরভাগ মানুষের চাহিদার তালিকায়।
সোমনাথ চট্টোপাধ্যায়: বেশ কিছু সময় ধরে ভারতের বাজারে ক্রসওভার গাড়ির (Sedan Cars) চাহিদা বাড়তে চলেছে। ফলে এই ধরনের গাড়ির উপর ভারতের মানুষদের টান দেখা যাচ্ছে এই কয়েক বছরে বেড়ে গিয়েছে। ক্রসওভার এসইউভির (Crossover Cars) হালকা এবং স্বতন্ত্র লুকের জন্যেই আকৃষ্ট হন সাধারণ মানুষ। দামেও খুবই সস্তায় মেলে এই সব গাড়িগুলি (Sedan Cars)। শুধু তাই নয়, এই ধরনের গাড়িগুলিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও (Ground Clearance) অনেক বেশি থাকে।
কী বিশেষত্ব এই গাড়িগুলিতে
সাধারণত এই ধরনের ক্রসওভার গাড়ির আকার এসইউভির মত অত বড় হয় না। তবে এতে কিছু অ্যাডভান্সড ফিচার্সও থাকে। আর তাই জন্যে বলা হয় এই ক্রসওভার গাড়িগুলি আসলে সেডান আর এসইউভির একটা যোগ্য মিশেল। এতে এই দুই ধরনের গাড়ির ফিচার্সই মিলেমিশে থাকে।
এছাড়াও ক্রসওভার (Crossover Cars) গাড়িতে সবথেকে ভাল অন-রোড এক্সপিরিয়েন্স পাওয়া যায়। শুধু তাই নয়, ভারতেই নয় শুধু, সমগ্র বিশ্বেই অন্যান্য সমস্ত গাড়ির থেকে এই ক্রসওভার গাড়ির চাহিদা এখন ক্রমবর্ধমান। এর মূল কারণ এই ধরনের গাড়ির উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সেডানের মত ক্রসওভার গাড়ির দামও যথেষ্ট সাশ্রয়ী। যেখানে ভারতে বেশ কিছু দামি গাড়িতে অনেক ভাল মানের ফিচার্সও পেয়ে যাবেন আপনি।
তবে ভারতে এই ধরনের গাড়ির খ্যাতি বাড়ার কারণ হল এর কম দাম এবং দুরন্ত সব ফিচার্স। আজ থেকে দশ বছর আগেই দেশে ক্রসওভার গাড়ির চাহিদা বাড়তে থাকে। এখন এই ধরনের গাড়ির দুর্দান্ত পারফরম্যান্স এবং ট্রেন্ডের কারণে বাজারে (Crossover Cars) এগুলি আরও বেশি পরিমাণে এসেছে। বাজারে এখন এসইউভি গাড়ির চাহিদাও রয়েছে। তবে কিছু সময় পরে এই গাড়ির চাহিদা হু হু করে বেড়ে গিয়েছে।
এই ধরনের গাড়িতে (Crossover Cars) রয়েছে স্ট্রং বডি, দারুণ স্পেস, এসইউভি এবং সেডান এখন মানুষের চাহিদা এবং পছন্দের তালিকায় এক নম্বরে এসেছে। দুটি গাড়ির গোত্রের ফিচার্সের মিশেল থাকায় এই ধরনের ক্রসওভার মডেল বেশি করে মানুষ এখন চাইছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Bikes: বাজাজ পালসার থেকে টিভিএস অ্যাপাচি, বাজারে দারুণ বিক্রি এই ৩ বাইকের