Electric Bike: স্করপিও গাড়ির থেকেও দামী এই বৈদ্যুতিন বাইক, লুক দেখেই ভরবে মন
Renault Electric Bike: রেনোঁ বৈদ্যুতিন মোটরসাইকেল মূলত তৈরি করে ফরাসি স্টার্ট আপ কোম্পানি অ্যাটেলিয়ার্স হেরিটেজ বাইক। ভারতে যে সমস্ত ইভি পাওয়া যায়, তার থেকেও এই বাইকের দাম অনেকটাই বেশি।
Renault Electric Bike: রেনোঁ সংস্থা সম্প্রতি ৪ ই-টেক বৈদ্যুতিন গাড়ি প্যারিস মোটর শো। শুধু রেনোঁর বৈদ্যুতিন গাড়িই নয়, এই সংস্থার আরও অন্যান্য পণ্যও অটো ইন্ডাস্ট্রির সকলের নজর কাড়ে। এই মোটর শো-তে রেনোঁ হেরিটেজ স্পিরিট স্ক্র্যাম্বলারের প্রদর্শনীও হয় (Electric Bike) যা একটা বৈদ্যুতিন মোটরবাইক। এই বাইকের (Renault Electric Bike) দাম এখন ২৩,৩৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২১.২ লক্ষ টাকা। অন্যদিকে মহিন্দ্রা স্করপিও এন ভারতে পাওয়া যায় এই বাইকের কম দামে। অন্যদিকে স্করপিওর এক্স শোরুম দাম শুরু হয়েছে ১৩.৮৫ লক্ষ টাকা থেকে, সর্বোচ্চ দাম উঠেছে ২৪.৫৪ লক্ষ টাকা।
রেনোঁ বৈদ্যুতিন মোটরসাইকেল
রেনোঁ বৈদ্যুতিন মোটরসাইকেল মূলত তৈরি করে ফরাসি স্টার্ট আপ কোম্পানি অ্যাটেলিয়ার্স হেরিটেজ বাইক। ভারতে যে সমস্ত ইভি পাওয়া যায়, তার থেকেও এই বাইকের দাম অনেকটাই বেশি। এই বাইকের সবথেকে আকর্ষণীয় বিষয় হল এটি সম্পূর্ণ হাতে হাতে তৈরি হয়েছে। খুব সীমিত মডেল এই বাইকের বাজারে আনা হয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই এই বাইকের বুকিং নেওয়া শুরু করেছে। আজ যদি এই বাইকটি আপনি বুকিং করেন, তাহলে আগামী ২০২৫ সালের বসন্তকালে এই বাইক আপনি ডেলিভারি পাবেন। রেনোঁ এর মধ্যেই মিনি কারাভান, একটি এয়ারপ্লেন এবং ওয়াটার ভেহিকল প্রদর্শনী করে এই মোটর শো-তে।
রেনোঁ ইভির ভ্যারিয়ান্ট
রেনোঁ ইলেকট্রিক মোটরসাইকেল সম্প্রতি বিশ্ব বাজারে মুক্তি পেয়েছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড ৫০ ভার্সন, এর ৫০ ভার্সনের মডেলের দাম ২১.২ লক্ষ টাকা। যেখানে স্ট্যান্ডার্ড মডেলের দাম রয়েছে ২২.৭ লক্ষ টাকা। সংস্থার দাবি, স্ট্যান্ডার্ড মডেলের টপ স্পিড হল ৯৯ কিমি প্রতি ঘণ্টায়। যেখানে এর ৫০ ভার্সনের টপ স্পিড ৪৫ কিমি প্রতি ঘণ্টায়।
ইলেকট্রিক বাইকের ডিজাইন
রেনোঁ বৈদ্যুতিন মোটরসাইকেল মূলত একটি নিও রেট্রো স্ক্র্যাম্বলার। এই বাইকে এলইডি হেডল্যাম্প এলইডি ডিআরএল রয়েছে। এই বাইকের সিট সিঙ্গল পিস রিবড ডিজাইনের সঙ্গে আসে। রেনোঁ তাঁর বাইকে একটি বড় হ্যান্ডলবার এনে দেয় যা সার্কুলার বার এন্ড মিরর নিয়ে আসে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে সমস্ত ট্রাডিশনাল টাচ দেওয়া হয়েছে।
রেনোঁ বাইকের পাওয়ারট্রেন
রেনোঁ মোটরবাইকের ব্যাটারি প্যাক আসে ৪.৮ কিলোওয়াট আওয়ারের। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১০ বিএইচপি শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। সংস্থা দাবি করে যে রেনোঁ বৈদ্যুতিন বাইক একবার সম্পূর্ণ চার্জ দিলে ১১০ কিমি রাস্তা যেতে পারবে, ফলে মাইলেজও ভাল পাওয়া যাবে।
আরও পড়ুন: Kawasaki Bike: বদলে গেল কাওয়াসাকির এই বাইকের বিশেষ ফিচার্স, কত দামে পাবেন ?