Electric Car: বৈদ্যুতিন গাড়ি-বাইক চালান ? ব্যাটারি খারাপ হয়ে গেলে সারাতে কত খরচ পড়বে ?
Battery Replacement: প্রতিটি গাড়ির একটি নির্দিষ্ট ব্যাটারি লাইফ থাকে। এই ব্যাটারি লাইফ বলে দেয় যে কতদিন পর্যন্ত ব্যাটারি ভাল থাকবে। বৈদ্যুতিন গাড়ি নির্মাতারা সাধারণত এই সমস্ত গাড়ির ব্যাটারির একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়্যার্যান্টি দিয়ে থাকেন।
Car News: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা অনেক বেড়ে গিয়েছে। পেট্রোল এবং ডিজেল চালিত জ্বালানি গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে এখন বাজারে এসেছে বহু ইলেকট্রিক গাড়ি। জ্বালানির বেড়ে চলা দামের প্রেক্ষিতে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িতে খরচ অনেকটাই কম হয়। তবে ইলেকট্রিক গাড়ি (Electric Car Battery) চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। সবথেকে বড় বিষয় হল এই ধরনের গাড়ির ব্যাটারির যত্ন নিতে হয় খুব ভাল করে। গাড়ি চালকদেরও এই ব্যাপারে খেয়াল রাখা জরুরি। ইভির ব্যাটারি যদি খারাপ হয়ে যায় কী করবেন ? সারাতে কত খরচ হবে ?
কীভাবে ভাল বৈদ্যুতিন গাড়ি নির্বাচন করবেন
আপনি যদি একটি বৈদ্যুতিন গাড়ি (Electric Car Battery) কেনার কথা ভাবেন, সবার আগে এই গাড়ির দাম আগে আপনাকে জানতে হবে। তারপর জানা দরকার এই গাড়ি কত রেঞ্জ দেবে। এমনকী একবার সম্পূর্ণ চার্জে সেই গাড়ি কত রেঞ্জ দেবে অর্থাৎ কতটা পথ যেতে পারবে সেই হিসেবটাও দেখে নেওয়া জরুরি। প্রতিটি গাড়ির একটি নির্দিষ্ট ব্যাটারি লাইফ থাকে। এই ব্যাটারি লাইফ বলে দেয় যে কতদিন পর্যন্ত ব্যাটারি ভাল থাকবে।
গাড়ির ব্যাটারি কেন খারাপ হয়ে যায়
মাঝেমধ্যেই গাড়ির ব্যাটারি (Electric Car Battery) খারাপ হয়ে যেতে দেখা যায়। এই ব্যাটারিতে যে পাওয়ার সঞ্চিত থাকে গাড়ির জন্য বা গাড়িতে যে পাওয়ার সরবরাহ করা হয়, তা ধীরে ধীরে কমে আসে। পাওয়ারট্রেন কম্পোনেন্টের থেকে এই ধরনের ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে বেশি শক্তি সরবরাহ করে। আর এই কারণে ইভিতে পাওয়ার ডিগ্রেড করে না, তবে ব্যাটারি খারাপ হয়ে গেলে চালকের ক্ষতি।
বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি লাইফ
বৈদ্যুতিন গাড়ি নির্মাতারা সাধারণত এই সমস্ত গাড়ির ব্যাটারির একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়্যার্যান্টি দেওয়া থাকে। সাধারণভাবে ৬ থেকে ৮ বছরের ওয়্যার্যান্টি দেওয়া থাকে। যদি কোনও কোনও ক্ষেত্রে এই বৈদ্যুতিন স্কুটারের ওয়্যার্যান্টি পিরিয়ড কিছুটা বেশি থাকে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সাধারণ গাড়ির ব্যাটারির থেকে বেশিদিন চলে। যদি ব্যাটারি খারাপ হয়ে যায়, তবে সেই ব্যাটারি পাল্টালেই আবার গাড়ি ঠিকমত চলবে।
ব্যাটারি পাল্টাতে কত খরচ হবে
যদি আপনার গাড়ি বা বাইকের ব্যাটারি (Electric Car Battery) খারাপ হয়ে যায়, এটি পাল্টাতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হবে। তবে সব ধরনের গাড়ির ব্যাটারির একই দাম হবে না। দামের হেরফের ঘটতে পারে। যে কোনও বৈদ্যুতিন গাড়ি কখনই পুরো চার্জ দেওয়া ঠিক না বা সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট করে দেওয়াও ঠিক নয়। এতে ব্যাটারি লাইফ আরও বাড়বে গাড়ির।
আরও পড়ুন: Luxury Cars: পোর্শে, বিএমডব্লিউ ও মার্সিডিজের মধ্যে কে সেরা ? কোথায় আলাদা এই তিন গাড়ি