Hero Motocorp: ২৭০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে হবে সার্ভিসিং, হিরোর এই নতুন স্কিমের সুবিধা পাবেন কারা ?
Hero Vida Scooter: যে সমস্ত গ্রাহক হিরোর ভিডা ভি ওয়ান প্রো ইলেকট্রিক স্কুটার কিনেছেন, তাঁরা আগামী ৫ বছরের জন্য ২৭০০০ টাকা পর্যন্ত সার্ভিসিং করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
Hero Vida Advantage: সারা দেশ জুড়ে ইলেকট্রিক ভার্সনের গাড়ির চাহিদা বাড়ছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক গাড়ি নির্মাণ। দু-চাকা থেকে চার চাকা, সমস্ত গাড়ির ক্ষেত্রেই আসছে নিত্য নতুন ইলেকট্রিক গাড়ির মডেল। দেশের বাজারে লঞ্চ হওয়া ইলেকট্রিক স্কুটারগুলির (Hero Vida Advantage) মধ্যে হিরোর ভিডা মডেল অন্যতম জনপ্রিয়। আর এবার সেই ভিডা মডেলের জন্যেই এক নতুন ফিচার্স নিয়ে এল হিরো মোটোকর্প। হিরো চালু করেছে 'হিরো ভিডা অ্যাডভান্টেজ' স্কিম যেখানে এই বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করার জন্য অনেক সুবিধে পাবেন গ্রাহকেরা।
কী নতুন স্কিম এনেছে হিরো
যে সমস্ত গ্রাহক হিরোর ভিডা ভি ওয়ান প্রো ইলেকট্রিক স্কুটার (Hero Vida Advantage) কিনেছেন, তাঁরা আগামী ৫ বছরের জন্য ২৭০০০ টাকা পর্যন্ত সার্ভিসিং করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর এই সুবিধা শুধুমাত্র যারা ইতিমধ্যেই কিনে ফেলেছেন এই স্কুটার তাঁদের জন্য এবং যারা আগামী ৩১ এপ্রিলের মধ্যে এই স্কুটার কিনবেন তাঁদের জন্য প্রযোজ্য হবে।
কী জানিয়েছেন হিরোর বিজনেস অফিসার
হিরো মোটোকর্পের মুখ্য বিজনেস অফিসার স্বদেশ শ্রীবাস্তব এ বিষয়ে জানিয়েছেন, ইলেকট্রিক ভার্সনের গাড়িতে শিফট করে যাওয়ার মানে শুধুমাত্র বৈদ্যুতিন গাড়ি কেনা নয়, তাঁর সঙ্গে জড়িয়ে থাকে দৈনন্দিন জীবনে সেই গাড়ির ব্যবহার। আর তাই আনা হয়েছে ভিডা অ্যাডভান্টেজ যা কিনা শুধু যে গাড়ি-প্রেমীদের আকর্ষণ করবে তাই নয়, বরং বাজারে আরও বেশি প্রতিযোগিতা তৈরি করবে।
ভিডা প্যাকেজ: কী কী সুবিধে থাকছে ?
এই অ্যাডভান্টেজ (Hero Vida Advantage) প্যাকেজের মধ্যে থাকছে ৫ বছরের উপর ব্যাটারির ওয়্যারান্টি, সারা দেশের মধ্যে ২০০০ চার্জিং পয়েন্টে বিনামূল্যে চার্জ দেওয়ার সুবিধে, তাঁর সঙ্গে উল্লেখ্য এই চার্জিং হবে সর্বত্র ফাস্ট চার্জিং। সমস্ত ভিডা ওয়ার্কশপে ও স্টোরে এই মডেলের গাড়ির কোনও সার্ভিস চার্জ লাগবে না। সবসময়ই পরিষেবা পাওয়া যাবে রাস্তার ধারের ওয়ার্কশপগুলিতে।
কী ফিচার্স ?
এই প্যাকেজের মধ্যে যে 'মাই ভিডা' নামে মোবাইল অ্যাপটি আছে, সেখানে গ্রাহকেরা কানেক্টিভিটি ও সেফটি ফিচার্সের সুবিধে পেতে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। গাড়ি চলাকালীন গাড়ির পারফরম্যান্স ট্র্যাক করা যাবে অ্যাপের মাধ্যমে, নিরাপত্তার দিকটিও পর্যবেক্ষণ করা যাবে। স্কুটারের রিয়েল টাইম পারফরম্যান্স দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে।
আরও পড়ুন: Bajaj Auto: বাইকের দুনিয়ায় প্রথম সিএনজি মডেল নিয়ে আসছে বাজাজ, কবে আসবে ভারতের বাজারে ? কী ফিচার্স ?