Hero Splendor or Honda Shine : দাম কম ভাল মাইলেজ, হিরো স্প্লেন্ডার না হন্ডা শাইন, কোনটি আপনার নেওয়া উচিত ?
Hero Splendor Plus : জেনে নিন Hero এবং Honda এই দুটি বাইকের মধ্যে কোনটি বেশি মাইলেজ দেয়।

Hero Splendor Plus ও Honda Shine দুই বাইকেই কম দামে বেশি মাইলেজ পাবেন আপনি। এই দুটি বাইকেরই ভারতীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই বাইকগুলি মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের আপ-ডাউনের মাধ্যমও বটে। জেনে নিন Hero এবং Honda এই দুটি বাইকের মধ্যে কোনটি বেশি মাইলেজ দেয়।
হিরো স্প্লেন্ডার প্লাসের পাওয়ার
Hero Splendor Plus একটি এয়ার-কুলড, 4-স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার OHC ইঞ্জিন দিয়ে তৈরি। বাইকের এই ইঞ্জিনটি 8,000 rpm-এ 5.9 kW শক্তি ও 6,000 rpm-এ 8.05 Nm টর্ক জেনারেট করে। এই মোটরসাইকেলটিতে ফুয়েল ইনজেকশন সিস্টেম রয়েছে। এই Hero বাইকের সর্বোচ্চ গতি 87 kmph। এই মোটরসাইকেলটি 4-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে সজ্জিত।
হন্ডা শাইন এর শক্তি
Honda Shine-এ রয়েছে 4-স্ট্রোক, SI, BS-VI ইঞ্জিন। এই Honda বাইকের ইঞ্জিন 7,500 rpm-এ 7.9 kW শক্তি এবং 6,000 rpm-এ 11 Nm টর্ক জেনারেট করে। এই বাইকের ইঞ্জিনটি 5-স্পিড ট্রান্সমিশন নিয়ে গঠিত। Honda Shine এর সর্বোচ্চ গতি 102 kmph। এই বাইকে একটি PGM-Fi ফুয়েল সিস্টেম রয়েছে।
স্প্লেন্ডার প্লাস ও শাইন এর মাইলেজ
হিরো ও হন্ডা বাইকের মাইলেজ সম্পর্কে বলতে গেলে স্প্লেন্ডার প্লাসের মাইলেজ শাইন এর থেকেও বেশি। Hero Splendor Plus দাবি করেছে, এর এক লিটার পেট্রোলে 70 কিলোমিটার দূরত্ব যাওয়া যায়। যেখানে Honda Shine 55 kmpl মাইলেজ দেযওয়ার দাবি করে।
হিরো না হোন্ডা, কার বাইক কম দামে পাবেন ?
Hero-Honda বাইকের মধ্যে Splendor Plus সস্তা। Hero Splendor Plus এর এক্স-শোরুম মূল্য 77,176 টাকা থেকে শুরু হয়। স্প্লেন্ডার প্লাসের চারটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে। Honda Shine এর দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে। এই মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য 83,251 টাকা থেকে শুরু হয়।
Electric Bike: আলট্রাভায়োলেট সংস্থা সম্প্রতি তাদের প্রথম বৈদ্যুতিন বাইক নিয়ে এসেছে বাজারে। মাত্র দেড় লাখ টাকাতেই পাওয়া যাবে এই দুরন্ত বাইক। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বাইকের (Ultraviolette E-Bike) প্রথম ১০০০ বুকিংয়ের জন্যই কেবল (Bike Launch) এর দাম রাখা হয়েছে ১.৫ লক্ষ টাকা। তারপর থেকে এর দাম বেড়ে হবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
বাইকের ওজন ১২০ কেজি। এই সংস্থা কয়েকদিন আগেই বাজারে এনেছিল একটি বৈদ্যুতিন স্কুটারও। সেই স্কুটারের অনুরূপেই এই বৈদ্যুতিন বাইকেও আউটপুট পাবেন ১৪.৭ এইচপি এবং ৫০৫ এনএম। এই বাইকে মাত্র ২.৯ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। এই বাইকে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ১২০ কিমি। স্কুটারের মত এই বাইকটিও আগামী বছর থেকে শোরুমে কিনতে পারবেন গ্রাহকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
