Hyundai Alcazar Facelift: পিছিয়ে গেল হুন্ডাই আলকাজার ফেসলিফ্ট লঞ্চের দিন, কেন জানেন ?
Auto: গাড়ি নিয়ে কোনও নেতিবাচক খবরের কারণেই কি এই হাল হয়েছে আলকাজারের ?
Auto: প্রকাশ্যে আসার জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার শোনা যাচ্ছে, পিছিয়ে গেছে হুন্ডাই আলকাজার ফেসলিফ্ট (Hyundai Alcazar Facelift) লঞ্চের দিন। কেন এমন সিদ্ধান্ত নিল কোম্পানি। গাড়ি নিয়ে কোনও নেতিবাচক খবরের কারণেই কি এই হাল হয়েছে আলকাজারের ?
Hyundai এই বছর ভারতীয় বাজারে 2024 Creta লঞ্চ করেছে। এ বছরই আরও একটি গাড়ি লঞ্চ করতে চলেছে সংস্থাটি। Hyundai Alcazar ফেসলিফ্ট শুধুমাত্র 2024 সালে ভারতীয় বাজারে প্রবেশ করবে। এই গাড়িটি এই বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই গাড়িটি এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে লঞ্চ করা যেতে পারে।
গাড়ি লঞ্চে দেরি হল কেন?
অন্যান্য মডেলের তুলনায় হুন্ডাই আলকাজারের বিক্রি কিছুটা কমেছে। একদিকে, প্রতি মাসে হুন্ডাই ক্রেটার 10 হাজার ইউনিট বিক্রি হচ্ছে, অন্যদিকে প্রতি মাসে গড়ে 1500 ইউনিট আলকাজার বিক্রি হচ্ছে। এই গাড়ির বিক্রি বাড়াতে হুন্ডাই এই গাড়ির অপেক্ষার সময়ও কমিয়ে আনছে। বাজারে Hyundai Alcazar-এর স্টক পরিষ্কার করতে, কোম্পানি Alcazar ফেসলিফ্ট লঞ্চ স্থগিত করেছে।
হুন্ডাই আলকাজার ফেসলিফ্টে বিশেষ কী?
Hyundai Alcazar ফেসলিফটে স্প্লিট হেডল্যাম্প সেট-আপ সহ একটি নতুন ফ্রন্ট গ্রিল এবং বাম্পারও দেখা যাবে। গাড়ির পিছনে টেল-ল্যাম্প যুক্ত করা যেতে পারে। Alcazar কে Creta facelift এর মত একটি নতুন ড্যাশবোর্ড পেতে পারে। Alcazar এর ফেসলিফ্ট মডেলটি 6-সিটার এবং 7-সিটার কনফিগারেশনে লঞ্চ করা যেতে পারে। আপডেটেড ক্রেটার মতোই আলকাজার ফেসলিফটে ADAS ফিচার আনা হতে পারে।
আলকাজার ফেসলিফ্ট পাওয়ারট্রেন
Hyundai Alcazar ফেসলিফ্টের পাওয়ারট্রেনে কোনো পরিবর্তন দেখা যাবে না। Alcazar ইতিমধ্যেই একটি 1.5-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনের সাথে পাওয়া যায়। এই গাড়ি 160 hp শক্তি উৎপাদন করে৷ এর আরেকটি ভেরিয়েন্টে রয়েছে 1.5-লিটার ডিজেল ইঞ্জিন, যা 116 এইচপি পাওয়ার জেনারেট করে। ফেসলিফ্ট মডেল কোনো পরিবর্তন ছাড়াই ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় গিয়ার বক্সের সঙ্গে আসতে পারে এই গাড়ি।
শীঘ্রই ভারতের বাজারে মারুতি সুজুকির সুইফটের ফেসলিফটেড ভার্সন আসছে। এই গাড়িতে থাকছে ৬ এয়ারব্যাগ থাকছেই স্ট্যান্ডার্ড হিসেবে আর তাঁর সঙ্গে আরও অনেক সেফটি ফিচার্স আসছে গাড়িতে। যে যে ইকুইপমেন্ট থাকছে এই গাড়িতে, তা অনেকটাই ব্যালেনো মডেলের মত।
Tesla Cars: টেসলা নিয়ে ভারতে উন্মাদনা, কী গাড়ি ও ট্রাক আছে মাস্কের কোম্পানির, দেখুন ছবি