(Source: ECI/ABP News/ABP Majha)
Hyundai Car: এই জনপ্রিয় গাড়ির সিএনজি ভার্সন নিয়ে এল হুন্ডাই, পাবেন তিন তিনটে ভ্যারিয়ান্ট- কত দাম ?
Hyundai Exter CNG: এই সিএনজি এসইউভি গাড়িতে রয়েছে ১.২ লিটারের বাই-ফুয়েল ইঞ্জিন, এতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সঙ্গে সিএনজি ইঞ্জিনও রয়েছে। এতে রয়েছে একটি ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন।
সোমনাথ চট্টোপাধ্যায়: হুন্ডাই মোটর ইন্ডিয়া সম্প্রতি বাজারে নিয়ে এল তাদের হুন্ডাই এক্সটার মডেলের সিএনজি ভার্সন। ডুয়াল সিলিন্ডার (CNG Cars) প্রযুক্তি নিয়ে তৈরি হয়েছে এই গাড়ি। মূলত তিনটি ভ্যারিয়ান্ট বাজারে এসেছে এই মডেলের- এস, এস এক্স এবং নাইট এডিশন। হুন্ডাই এক্সটার সিএনজি বাজারে আসায় টাটা পাঞ্চের সিএনজি ভার্সনকে জোর টক্কর (Hyundai Exter CNG) দিতে চলেছে এই গাড়িটি। টাটা পাঞ্চের সিএনজিও তৈরি হয়েছে এই ডুয়াল সিলিন্ডার টেকনোলজি দিয়ে।
হুন্ডাই এক্সটার সিএনজি গাড়িতে (Hyundai Exter CNG) রয়েছে দুটো ছোট সিলিন্ডার, একটি বড় সিলিন্ডার এখানে দেখা যায় না। এর মাধ্যমে গাড়ির বুট স্পেস খুব সহজেই খোলা রাখা যায় লাগেজ মালপত্র রাখার জন্য। এই মালপত্র রাখার জায়গা ভাল থাকে না বেশিরভাগ সিএনজি গাড়িতে, যা কিনা এই গাড়িতে খুবই ভাল রয়েছে। ফলে সেভাবে কোনও নেতিবাচক পয়েন্ট নেই এই গাড়ির। ইন্টিগ্রেটেড কনট্রোল ইউনিটের সিস্টেম হুন্ডাই গাড়িতে ইনস্টল করা হয়েছে। এর মাধ্যমে এই গাড়িটি পেট্রোল ইঞ্জিন থেকে সহজেই সিএনজি ইঞ্জিনে বদলে নেওয়া যেতে পারে।
এই সিএনজি এসইউভি গাড়িতে রয়েছে ১.২ লিটারের বাই-ফুয়েল ইঞ্জিন, এতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সঙ্গে সিএনজি ইঞ্জিনও রয়েছে। এতে রয়েছে একটি ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন। তবে এই গাড়িতে কোনও অটোমেটিম গিয়ার বক্সের বিকল্প রাখা হয়নি। এই গাড়ির ডুয়াল সিলিন্ডার ৬০ লিটার আয়তনের ট্যাঙ্ক সম্পন্ন। এই ইঞ্জিনে ৬০ পিএস শক্তি উৎপন্ন হয়, হুন্ডাই দাবি করছে এই সিএনজি গাড়িতে এক কেজি সিএনজিতে যাওয়া যাবে ২৭.১ কিমি রাস্তা।
হুন্ডাইয়ের এই নতুন মডেলে (Hyundai Exter CNG) পাওয়া যাবে একটি বৈদ্যুতিন সানরুফ। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে অটোমেটিক ক্লাইমেট কনট্রোল, ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কনট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট কনট্রোল ইত্যাদি। এই গাড়িতে যে ডুয়াল সিলিন্ডার ইঞ্জিন ফেসিলিটি রাখা হয়েছে তাতে বুট স্পেসও অনেকটাই বাড়ানো হয়েছে। ফলে আরোহীর কোনও অসুবিধে হবে না।
হুন্ডাই এক্সটার সিএনজি (Hyundai Exter CNG) গাড়ির এক্স শো-রুম দাম শুরু হয়েছে ৮.৫০ লাখ টাকা থেকে এবং এর টপ এন্ড মডেলের দাম পড়বে ৯.৩৮ লাখ টাকা। সম্প্রতি হুন্ডাই তাঁর এক্সটার মডেলের ৯৩ হাজার ইউনিট বিক্রি হওয়ার জন্য উদযাপন করেছে। আর এর পাশাপাশি এই উদযাপনের অংশ হিসেবেই এক্সটারের নাইট এডিশনের ভ্যারিয়ান্ট বাজারে লঞ্চ করল হুন্ডাই মোটর ইন্ডিয়া।
আরও পড়ুন: Electric Car: ঝড়-জলের দিনে বৈদ্যুতিন গাড়িতে চার্জ দিচ্ছেন ? এই ৩ বিষয়ে নজর দিয়েছেন ?