Mahindra Cars: ২ লাখ টাকা কমে গেল মহিন্দ্রার এই মডেলের দাম ! কী ফিচার্স ?
Mahindra XUV 700: XUV700 মডেলের AX7 ভ্যারিয়ান্টের পেট্রোল ভার্সনের ৭-সিটার ম্যানুয়ালের দাম এখন ১৯.৪৯ লাখ টাকা। ৬ সিটার ম্যানুয়াল AX7 সংস্করণের দাম ১৯.৬৯ লাখ টাকা থেকে শুরু।
Mahindra XUV700: মহিন্দ্রা তাঁর জনপ্রিয় মডেল XUV700-এর দাম এক ধাক্কায় অনেকটা কমে গেল এবার। XUV700-এর EX7 মডেলের দাম এবারে একবারে ২ লাখ টাকা কমিয়ে দিল মহিন্দ্রা (Mahindra Cars)। এটিই এই সংস্থার একেবারে টপ এন্ড ট্রিম বলা চলে। তবে শুধু একটাই নয়, এই গাড়ির সব ভ্যারিয়ান্টের দামই কমানো হয়েছে। সর্বোচ্চ ২.১৯ লাখ টাকা পর্যন্ত কমানো (Mahindra Discount) হয়েছে দাম। আজ বুধবার ১০ জুলাই থেকেই এই মডেলের দাম কমানো হয়েছে, বলা ভাল এই মডেলের (Mahindra XUV700) নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। আগামী ৪ মাসের জন্য কার্যকর থাকবে এই নতুন দাম।
XUV700-এর নতুন দাম কার্যকর হয়েছে
XUV700 মডেলের AX7 ভ্যারিয়ান্টের পেট্রোল ভার্সনের ৭-সিটার ম্যানুয়ালের দাম এখন ১৯.৪৯ লাখ টাকা। ৬ সিটার ম্যানুয়াল AX7 সংস্করণের দাম ১৯.৬৯ লাখ টাকা থেকে শুরু। XUV700 পেট্রোলের AT AX7 ৬ সিটারের দাম ২১.১৯ লাখ টাকা থেকে শুরু। পেট্রোল সেভেন সিটারের দাম ২০.৯৯ লাখ টাকা থেকে শুরু হয়। এর AX7L ৬ সিটার ভ্যারিয়ান্টের দাম ২৩.৬৯ লাখ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে AX7L পেট্রোল ৭ সিটারের দাম শুরু হয় ২৩.৪৯ লাখ টাকা থেকে।
XUV700-এর AX7 মডেলের ডিজেল ভ্যারিয়ান্টের নতুন দাম
মহিন্দ্রার AX7-এর ডিজেল ভ্যারিয়ান্টের দাম ২০.১৯ লাখ টাকা থেকে শুরু করে টপ এন্ড মডেলের দাম চলেছে ২৪.৯৯ লাখ টাকা পর্যন্ত। আর এই ভ্যারিয়ান্টের দাম ১.৮ লক্ষ টাকা থেকে ২.২ লক্ষ টাকা পর্যন্ত কম করা হয়েছে।
কী ফিচার্স আছে এই গাড়িতে
মহিন্দ্রার এই জনপ্রিয় গাড়িটির ফিচার্স সম্পর্কে বলতে গেলে AX7-এ একটি প্যানোরমিক সানরুফ রয়েছে। এছাড়া এই গাড়িতে এডিএএস লেভেলের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর লেভেল ২ রয়েছে এই গাড়িতে। ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে এই XUV700 মডেলে। এই গাড়িতে সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ।
মহিন্দ্রা XUV700-এর পাওয়ারট্রেন
মহিন্দ্রার XUV700-এর AX7 এবং AX7L এই দুটি মডেলই এখন অনেক বেশি সাশ্রয়ী। দুটিতে একই ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। এই গাড়িটি ২.০ লিটারের টার্বো পেট্রোল এবং ২.২ লিটারের টার্বো ডিজেল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসে। এতে ৬ স্পিডের ম্যানুয়াল বা ৬ স্পিডের টর্ক কনভার্টর অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও থাকে।
আরও পড়ুন: SUV Cars: সেডান আর SUV-র মিশেল ! দারুণ সব ফিচার্স- ভারতে বাড়ছে এই গাড়ির চাহিদা