(Source: ECI/ABP News/ABP Majha)
Maruti Dzire: ১১ তারিখেই বাজারে আসছে নয়া মারুতি ডিজায়ার, বদলে যাবে লুক; দাম কি বাড়বে ?
Maruti Dzire New Car: মারুতি ডিজায়ারের নতুন ভার্সনের ছবি প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে আগের মডেলের থেকে এই গাড়ি অনেক বেশি প্রিমিয়াম মডেলের হতে চলেছে।
Maruti Cars: মারুতি সুজুকি ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি যার একটি আপডেটেড ভার্সন আসছে বাজারে। আগামী ১১ নভেম্বর ভারতে লঞ্চ হবে এই মারুতি ডিজায়ার। সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করেছে সংস্থা। একেবারে নতুন লুক আর নতুন ডিজাইন (Maruti Dzire) দেখা গিয়েছে এই গাড়িতে। মারুতি ডিজায়ারের নতুন জেনারেশনের মডেল পুরনোটির থেকে সম্পূর্ণ আলাদা। ভারতে এই গাড়ি লঞ্চ হলে ডিজায়ারপ্রেমীদের মনে আরও বাড়বে উন্মাদনা। কত দাম হবে ? আগের মডেলের (Maruti Cars) থেকে দাম কি বাড়বে ?
গাড়ির ডিজাইন
মারুতি ডিজায়ারের নতুন ভার্সনের ছবি প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে আগের মডেলের থেকে এই গাড়ি অনেক বেশি প্রিমিয়াম মডেলের হতে চলেছে। এই গাড়িতে থাকবে স্লিম হেডল্যাম্প, ক্রোম লাইনের সঙ্গে সংযোগ। আগের গাড়ির মডেলের থেকে এই নতুন ভার্সনে মারুতি ডিজায়ারে পাওয়া যাবে বড় গ্রিল, এর দৈর্ঘ্য ৪ মিটারের বেশিও হতে পারে। গাড়ির পিছনেও থাকবে বড় ক্রোম লাইন যা কিনা জুড়ে থাকবে টেলল্যাম্পের সঙ্গে।
ইন্টিরিয়রে কী বদল
মারুতি ডিজায়ারের নতুন মডেলের ইন্টিরিয়র ডিজাইন অনেক পালটে যেতে পারে। গাড়ি নির্মাতা সংস্থা এই নতুন মডেলটিকে অন্য স্কিমের রঙে সাজিয়ে তুলবে বলেই জানা গিয়েছে। মারুতি সুইফটের মত এই গাড়িতে থাকতে পারে একই ধরনের টাচস্ক্রিন। এই গাড়ির সবথেকে বড় ফিচার হতে পারে এর সানরুফ যা কিনা এখনকার মারুতি ডিজায়ারে নেই। ভারতের বাজারে উপস্থিত কোনো কমপ্লিট সেডানে এখনও পর্যন্ত সানরুফের ফিচার নেই। এই গাড়ির সমস্ত ফিচার গাড়িটি ভারতে লঞ্চ হবার পরেই জানা যাবে।
মারুতি ডিজায়ারের শক্তি
মারুতি ডিজায়ারের এই নতুন প্রজন্মের মডেলে পাওয়ারট্রেনে বদল এসেছে। এই গাড়িতে নতুন ভার্সনের সুইফট গাড়ির মত জেড সিরিজের ৩ সিলিন্ডার ইঞ্জিন লাগানো সম্ভব। এই ইঞ্জিনের সঙ্গে অটোমেটিক ট্রান্সমিশন অপশনও পাওয়া যাবে। এর মডেলে ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স থাকবে, মারুতির নতুন মডেল অটোমেকার্স সেলে বেশ ভাল মুনাফা করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kawasaki Bikes: কাওয়াসাকির এই জনপ্রিয় বাইকে আসবে বদল, নয়া ফিচার্সে দাম কি বাড়বে ?