Ola Map: নতুন ম্যাপ লঞ্চ করতে চলেছে ওলা কর্তৃপক্ষ, যুক্ত হবে ইলেকট্রিক যানবাহন এবং ওলা অ্যাপে
Ola Electric: ট্যুইট করে ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা সংস্থার নিজস্ব ম্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।
অচেনা রাস্তায় স্কুটার চালানোর ক্ষেত্রে ভরসা ম্যাপ। আজকাল স্মার্টফোনেই থাকএ গুগল ম্যাপ। এছাড়াও রয়েছে একাধিক অ্যাপ। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ওলা কোম্পানির। জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ওলা ম্যাপ লঞ্চ করতে চলেছে। তবে এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। সম্প্রতি ট্যুইট করে এমনটাই জানিয়েছেন ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল। ট্যুইটে ভাবিশ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ম্যাপের ইন্টারফেস। এর পাশাপাশি বোঝা গিয়েছে যে ওলা ইলেকট্রিক সংস্থা একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস তৈরি করছে। এর সাহায্যে অন্যান্য লোকজন ওলা ম্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন। আপাতত ওলা ইলেকট্রিক স্কুটারের গুগল ম্যাপের সাপোর্ট রয়েছে। তবে নতুন ভাবে ওলা কর্তৃপক্ষ নিজস্ব ম্যাপ তৈরি করতে চলেছে।
Testing our own Ola maps! Will be live in the Ola app and our vehicles in a couple of months!
— Bhavish Aggarwal (@bhash) January 5, 2023
Will also be making a dev API for all those who want to use world class maps for India in their apps. pic.twitter.com/L4pchILLfq
ট্যুইট করে ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা সংস্থার নিজস্ব ম্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওলা অ্যাপ এবং ওলার বিভিন্ন যানবাহনে কয়েক মাসের মধ্যেই ওলা ম্যাপ যুক্ত হবে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এর সাহায্যে ভারতের ম্যাপ নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারবেন অন্যান্য ইউজাররা। ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওলা অ্যাপে এই ওলা ম্যাপ যুক্ত হলে একাধিক সুবিধা পাবেন ইউজাররা। যেকোনও অজানা জায়গা বা অচেনা রাস্তাঘাটে সফর করতেও সুবিধা হবে। এছাড়াও ইউজারদের সুবিধার জন্য ওলা সংস্থা সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু করতে চলেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। আগামী সপ্তাহেই সম্ভবত চালু হবে এই পরিষেবা। এই প্রসঙ্গেও একটি ট্যুইট করেছেন ভাবিশ আগরওয়াল।
Launching service subscription plans next week. What benefits would you like to see in the plans?
— Bhavish Aggarwal (@bhash) January 4, 2023