Skoda Electric Car: ৫৬০ কিমি রেঞ্জ, টাটা-হুন্ডাইয়ের গাড়িকেও টেক্কা দেবে স্কোডার এই নতুন মডেল
Skoda Elroq: স্কোডার নতুন বৈদ্যুতিন গাড়ি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫৬০ কিমি রাস্তা যেতে পারে। এই স্কোডা এলরক ভারতে এলে এই গাড়ির দাম হতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা।
Skoda Cars: বিশ্বের বাজারে স্কোডা এবারে তার কমপ্যাক্ট এসইউভি এলরক-এর একটি ঝলক দেখিয়েছে। একইসঙ্গের স্কোডা ইন্ডিয়া এই বিশেষ গাড়ির মডেলকে ভারতে আনার কথা জানিয়েছে। ভারতের বাজারে স্কোডা এনিয়াকের নিচেই এই স্কোডা এলরক (Skoda Elroq) গাড়িটিকে স্লট করা হবে। স্কোডা এলরক সম্পূর্ণভাবে বিদেশের বাজারের গ্রাহকদের কথা ভেবেই বানানো হয়েছে। কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে আসা স্কোডার (Skoda Cars) এটি প্রথম গাড়ি।
স্কোডা এলরকের রেঞ্জ ও দাম
স্কোডার নতুন বৈদ্যুতিন গাড়ি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫৬০ কিমি রাস্তা যেতে পারে। এই স্কোডা এলরক ভারতে এলে এই গাড়ির দাম হতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা। এটি যেহেতু সম্পূর্ণরূপে বিদেশে তৈরি, তাই এর দাম এতটাই বেশি।
স্কোডার এই নতুন ইভির প্রতিদ্বন্দ্বী
ভারতের বাজারে স্কোডার এই নতুন বৈদ্যুতিন গাড়ি (Skoda Elroq) লঞ্চ হলে টাটা কার্ভ ইভি এবং হুন্ডাই ক্রেটা ইভিকে জোর টেক্কা দিতে পারে। টাটা মোটরস সম্প্রতি ভারতের বাজারে কার্ভ ইভি লঞ্চ করেছে। এই টাটা কার্ভ বৈদ্যুতিন গাড়ির টপ এন্ড মডেলের দাম ধার্য করা হয়েছে ২২ লক্ষ টাকা যা স্কোডা এলরকের তুলনায় ৮ লক্ষ টাকা কম। অন্যদিকে হুন্ডাইয়ের ক্রেটা ইভির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে এই স্কোডা এলরককে। ২০২৫ সালের জানুয়ারি মাসে হুন্ডাইয়ের এই বৈদ্যুতিন গাড়িটি ভারতের বাজারে আসবে বলে জানা গিয়েছে। ক্রেটা ইভি মূলত ২২ লক্ষ থেকে ২৬ লক্ষ টাকার মধ্যে আসতে পারে।
স্কোডা গাড়ির ফিচার্স
স্কোডা এলরক মূলত তিনটি ব্যাটারি প্যাক নিয়ে বিশ্বের বাজারে (Skoda Elroq) লঞ্চ হয়েছে। এর এন্ট্রি লেভেল মডেল এলরক ৫০ মূলত ১২৫ কিলোওয়াটের ব্যাটারি প্যাক সহ আসতে চলেছে, যেখানে এলরক ৮৫ মডেল সর্বোচ্চ রেঞ্জ দিতে পারে। স্কোডার টপ এন্ড মডেলটি একবার সম্পূর্ণ চার্জে যাবে ৫৬০ কিমি।
স্কোডার এই নতুন বৈদ্যুতিন (Skoda Elroq) গাড়িতে ১৩ ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে, এছাড়াও গাড়িতে ৪৭০ লিটারের বুট স্পেস দেওয়া যেতে পারে। এই গাড়িতে এডিএস ফিচার্সও থাকতে পারে। গাড়িতে হেড আপ ডিসপ্লে, মেমোরি এবং মেসেজ ফাংশন সহ বৈদ্যুতিনভাবে সামঞ্জস্যপূর্ণ ড্রাইভার সিট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Car News: গাড়ির রং হঠাৎ বদলে ফেলেছেন ? হতে পারে মোটা জরিমানা- কারণ জানেন ?