Tata Motors: শুধুমাত্র ev! বৈদ্যুতিন গাড়ির জন্য ভারতে প্রথম আলাদা শো-রুম টাটার
Tata ev: এই শো-রুমে শুধুমাত্র টাটার বিদ্যুৎচালিত গাড়িগুলিই থাকবে। সারা দেশে এমন আরও শো-রুম তৈরির ভাবনা রয়েছে সংস্থার।
নয়াদিল্লি: বৈদ্যুতিন গাড়ির (electric car) বাজারে দীর্ঘদিন ধরেই নিজেদের দাপট দেখাচ্ছে গাড়ি প্রস্ততকারক সংস্থা টাটা মোটর্স (Tata Motors)। এবার সেই বাজার ধরার লক্ষ্যে আরও একধাপ এগোল টাটা মোটর্স (Tata Motors)। গুরগাঁওতে সংস্থার প্রথম বৈদ্যুতিন গাড়ির শো-রুম (electric car only showroom)উদ্বোধন করল টাটা মোটর্স। এই শো-রুমে শুধুমাত্র টাটার বিদ্যুৎচালিত গাড়িগুলিই থাকবে। সারা দেশে এমন আরও শো-রুম তৈরির ভাবনা রয়েছে সংস্থার। টাটা তাদের বৈদ্যুতিন গাড়ির জন্য আলাদা করে তৈরি করেছে Tata.ev- আলাদা ব্র্যান্ড হিসেবে তৈরি করা হয়েছে এটিকে। টাটা মোটর্সের অন্য গাড়িগুলির তুলনায় Tata.ev - এর গাড়িগুলির ডিজাইন এবং ফিচার অনেকটাই আলাদা করছে সংস্থা।
বৈদ্যুতিন গাড়ির জন্য যে আলাদা শো-রুম তৈরি করা হয়েছে তার ডিজাইন, লুক অ্যান্ড ফিল টাটা মোটর্সের অন্য পেট্রোল-ডিজেলচালিত গাড়ির শোরুম থেকে অনেকটাই আলাদা। এই শো-রুম থেকে বিক্রি যেমন হবে, তেমনই Tata ev-এর সার্ভিস সেন্টার হিসেবেও কাজ করবে। এখন বৈদ্যুতিন গাড়ির বাজারের বড়সড় অংশ দখলে রয়েছে টাটার। এই প্রাধান্য বজায় রাখতে চায় টাটা। পাশাপাশি, তাদের সাধারণ combustion engine চালিত গাড়িগুলির থেকে আলাদা করে বৈদ্যুতিন গাড়ি নির্মাতা হিসেবে পরিচয় তৈরি করতেও আগ্রহী।
পরিবেশবান্ধব হওয়ার বার্তাও রয়েছে টাটা ইভির শোরুমের (Tata ev Showroom) মাধ্যমে। এই স্টোরগুলিকে ইকো-ফ্রেন্ডলি লুক দেওয়া হয়েছে। শুধুমাত্র বৈদ্যুতিন গাড়ির জন্য আলাদা শো-রুম বিচার করলে ভারতে এটাই প্রথম। যদিও অন্য শো-রুম গুলো থেকেও বৈদ্যুতিন গাড়ি বিক্রি করা হয়। যাঁরা বৈদ্যুতিন গাড়ি কেনেন, তাঁরা কিছু কিছু দিক থেকে অন্য সাধারণ গাড়ির ক্রেতাদের থেকে আলাদা হন বলে ধারণা, তার উপর ভিত্তি করেই এমন আলাদা স্টোরের ভাবনা। গুরগাঁওয়ের এই স্টোরে Tata EV-এর সব গাড়িই রাখা হয়েছে। তার সঙ্গেই জায়গা পেয়েছে নতুন বাজারে আসা Nexon EV plus
An experience shaped by purpose, a world built with love. Say hello to our home of electric —
— TATA.ev (@Tataev) December 21, 2023
Welcome to our first #TATAevRetailStore at #Gurugram —
📍Sohna Road
📍Sector 14
.
.#GurugramGoesElectric .#TATAev #MoveWithMeaning pic.twitter.com/DuC9khxgcZ
টাটা মোটর্স এত গাড়ি বাজারে এনেছে যে স্টোরের জায়গাও একটি বিষয় হয়েছে। Tata EV-এর তরফে একাধিক গাড়ি এসেছে। টাটার তরফে প্রচলিত গাড়িগুলিও রয়েছে। ফলে শো-রুমে সব রাখার জায়গাও মিলছে না অনেকক্ষেত্রে। সেই কারণেই শুধুমাত্র বৈদ্যুতিন গাড়ির জন্য আলাদা শো-রুম দরকার ছিল। বৈদ্যুতিন গাড়ির আরও কিছু যোগ করতে চলেছে টাটা। যেমন Punch EV, Harrier EV, Curvv EV. এছাড়াও আসতে চলেছে Sierra EV- যা Tata ev-এর তরফে সবচেয়ে প্রিমিয়াম হতে চলেছে। এত অপশনের জন্যই শুধুমাত্র বৈদ্যুতিন গাড়ির জন্য আলাদা করে শো-রুমের ভাবনা টাটার।
আরও পড়ুন: ইভি কিনবেন ? Hyundai হোক বা Tata- দেখে নিন অন্যতম সেরা বাছাই ৫ ইভি