Tata EV: নেক্সন ও পাঞ্চ ইভিতে মিলছে বিপুল ছাড়, পেট্রোল ভার্সনের থেকে এই মডেলে কী বাড়তি সুবিধে ?
Tata Punch EV and Tata Nexon EV: টাটা নেক্সনের দাম ৮ লাখ টাকা থেকে ১৫.৮ লাখ টাকা পর্যন্ত যায়। ফলে এই গাড়ির ইভির দামের সঙ্গে নেক্সনের ICE ভার্সনের টপ ভ্যারিয়ান্টের দাম একই হয়ে যায়।
সোমনাথ চট্টোপাধ্যায়: টাটা মোটরস এই পুজোর আগে আগে তাদের বেশ কিছু গাড়ির মডেলের দাম কমিয়েছে ব্যাপকহারে। এদের মধ্যে টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV) ও টাটা নেক্সন ইভির (Tata Nexon EV) দামও কমে গিয়েছে অনেকটাই। এমনকী টাটা মোটরস (Tata Motors) চেষ্টা করছে যাতে এই দুই মডেলের ICE ভার্সনের মতই কাছাকাছি দামে হতে পারে এই বৈদ্যুতিন গাড়িগুলির। এই বিশেষ পুজোর মরশুমে ৩ লাখ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে টাটা পাঞ্চ ইভি ও টাটা নেক্সন ইভির (Tata EV)। এমনকী এর সঙ্গে টাটার সমস্ত পাওয়ার চার্জিং স্টেশনে বিনামূল্যে ৬ মাস পর্যন্ত চার্জিংয়ের সুবিধে দেওয়া হবে এই গাড়ির ক্রেতাদের।
কেন্দ্র সরকারের FAME ভর্তুকি ও ইনসেনটিভ কমে যাওয়ার কারণে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলির বিক্রি অনেকটাই কমে গিয়েছে। আর এই বিক্রি আরও বাড়ানোর জন্য প্রয়াস করছে টাটা মোটরস। এই জন্যেই এবার পুজোর মরশুমের আগে টাটার গাড়িতে ছাড় দেওয়া হয়েছে। টাটা পাঞ্চ ইভি আগে এক্স শোরুম দাম ছিল ১১ লাখ টাকা শুরু, এখন পাওয়া যাবে ১০ লাখ টাকা থেকেই। অন্যদিকে নেক্সন ইভির দাম ১২.৪৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। টপ এন্ড নেক্সন ইভির দাম ১৬.২ লাখ টাকা থেকে শুরু হচ্ছে এবার থেকে যা কিনা সবথেকে সাশ্রয়ী দাম হতে চলেছে। ফলে এই সমস্ত গাড়ির পেট্রোল ভ্যারিয়ান্টের থেকে ইভি ভার্সন কেনা কতটা সাশ্রয়ী বা কতটা যুক্তিযুক্ত হবে ?
টাটা নেক্সনের দাম ৮ লাখ টাকা থেকে ১৫.৮ লাখ টাকা পর্যন্ত যায়। ফলে এই গাড়ির ইভির দামের সঙ্গে নেক্সনের ICE ভার্সনের টপ ভ্যারিয়ান্টের দাম একই হয়ে যায়। তবে টাটার পাঞ্চ পেট্রোল ভার্সনের দাম এর ইভি ভার্সনের দামের থেকে খানিক সস্তায় মেলে। টাটা পাঞ্চ পেট্রোল ভার্সনের দাম যেখানে ৬.১০ লাখ টাকা, সেখানে এর বৈদ্যুতিন ভার্সনের দাম ১০ লাখ থেকে শুরু হয়।
পেট্রোল গাড়ির তুলনায় এই বৈদ্যুতিন গাড়িগুলিতে কম খরচে গাড়ি চালানো সম্ভব অর্থাৎ এর রানিং কস্ট অনেক কম হয়। প্রতি কিমি রাস্তা যেতে খরচ অনেক কমে এবং এই ইভির মেনটেন্যান্স খরচও অনেক কম হয়। আবার একইসঙ্গে পেট্রোল গাড়ির তুলনায় গাড়ি চালানোর অভিজ্ঞতার দিক থেকে ইভি অনেক ভাল ও স্মুথ। শহরের রাস্তায় চালানোর জন্য ইভি যথেষ্ট ভাল একটি বিকল্প। তবে যেখানে সেখানে চার্জ দেওয়ার বিকল্প এখন সবথেকে বড় সমস্যা। চার্জিং পরিকাঠামোর অসুবিধে ছাড়া দীর্ঘ দূরত্ব ভ্রমণ বাদ দিলে পেট্রোল গাড়ির থেকে ইভি অনেক ভাল অভিজ্ঞতা দেবে। আর শহরে চালানো আর আপনার নিজের ঘরে যদি এই ইভি চার্জ দেন তাহলে অনেক সস্তা পড়বে এগুলি। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার।
আরও পড়ুন: Electric Rickshaw: মাত্র ২ লাখেই মিলবে এই অত্যাধুনিক টোটো, ফিচার্সও পাবেন বাজারসেরা