Aadhaar Misuse: আধার কার্ডের অপব্যবহার এড়াতে নয়া পদক্ষেপ নিল UIDAI কর্তৃপক্ষ
Aadhaar Misuse Update: সম্প্রতি একটি বিবৃতি জারি করে UIDAI-এর তরফে বলা হয়েছে, 'ই-আধার ডাউনলোড করার জন্য কোনও পাবলিক কম্পিউটার বা সাইবার ক্যাফে ব্যবহার এড়িয়ে চলুন।'
নয়াদিল্লি: সম্প্রতি আধার কার্ডের নম্বরের অপব্যবহার (Aadhaar Misuse) করে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে দেশবাসীকে। এবার সেই সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দিতে নয়া পদক্ষেপ নিয়েছে UIDAI কর্তৃপক্ষ (Unique Identification Authority of India)।
প্রতারণা এড়াতে নয়া পদক্ষেপ UIDAI-এর
ঠগেদের হাত থেকে বাঁচতে সতর্ক করল 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)। কোনও সংস্থার কাছে আধার পরিচয়পত্র হিসেবে দেওয়ার সময় তার ফটোকপি বা জেরক্স দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা। আধার নম্বরের অপব্যবহার এড়াতেই এই সতর্কবাণী। তার বদলে নয়া পন্থা বাতলে দিচ্ছে UIDAI কর্তৃপক্ষই। গোটা আধার কার্ডের ফটোকপি না দিয়ে পুরো নম্বর গোপন রেখে শেষ চারটি নম্বর শেয়ার করতে বলছে UIDAI। এই 'মাস্কড' আধার ('masked' Aadhaar) নম্বর মিলবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটেই।
UIDAI অফিশিয়াল ওয়েবসাইটেই যে কোনও আধার নম্বর যাচাই করে নেওয়া যাবে। এছাড়া অফলাইনে যাচাই করারও একাধিক পদ্ধতি রয়েছে। মোবাইল ফোনের 'mAadhaar' অ্যাপের QR কোড স্ক্যানার দিয়ে eAadhaar বা আধার লেটার বা আধার PVC কার্ডের কোড স্ক্যান করে নেওয়া যেতে পারে।
সম্প্রতি একটি বিবৃতি জারি করে UIDAI-এর তরফে বলা হয়েছে, 'ই-আধার ডাউনলোড করার জন্য কোনও পাবলিক কম্পিউটার বা সাইবার ক্যাফে ব্যবহার এড়িয়ে চলুন। একান্ত বাধ্য হয়েই যদি তা করতে হয় তাহলে নিশ্চিতভাবে সেই কম্পিউটার থেকে ই-আধারের সমস্ত ডাউনলোড করা কপি ডিলিট করবেন।'
আরও পড়ুন: 7th Pay Commission: সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে নতুন নীতি ! সপ্তম বেতন কমিশনের পরেই পরিবর্তন ?
বিবৃতিতে আরও বলা হয়, 'শুধুমাত্র সেই সংস্থাগুলি যারা UIDAI থেকে ইউজার লাইসেন্স পেয়েছে তারাই আধার ব্যবহার করতে পারে একজন ব্যক্তির পরিচয় জানার জন্য। হোটেল বা সিনেমা হলের মতো লাইসেন্সবিহীন ব্যক্তিগত সংস্থাগুলিকে আধার কার্ডের কপি সংগ্রহ বা রাখার অনুমতি দেওয়া হয় না। ২০১৬-র আধার অ্যাক্টের অধীনে এটি দণ্ডনীয় অপরাধ। যদি কোনও প্রাইভেট সংস্থা আপনার আধার কার্ড দেখতে চায় বা তার ফটোকপি চায় তাহলে যাচাই করে নিন তাদের UIDAI-তে বৈধ ইউজার লাইসেন্স আছে কি না।'