Bank Holidays in May 2022: ব্যাঙ্কে গিয়ে লাভ হবে না, মে মাসে দরজা বন্ধ থাকবে এই দিনগুলিতে
Bank Holiday List in May 2022: এপ্রিল মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। তার আগেই মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
Bank Holiday List in May 2022: এপ্রিল মাস শেষ হতে আর কয়েকদিন বাকি। তার আগেই মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জেনে নিন মে মাসে কত দিন দরজা বন্ধ থাকবে ব্যাঙ্কের।
Bank Holidays List: ব্যাঙ্কের ছুটির তালিকা নিয়ে কী বলছে RBI ?
কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই মে মাসের জন্য ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। RBI-এর তালিকা অনুসারে, এই মাসে ব্যাঙ্ক মোট 13 দিন বন্ধ থাকবে (মে 2022-এ ব্যাঙ্ক ছুটির দিন)। এই অবস্থায় ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগেই সেরে নিতে হবে সেই পরিকল্পনা।
Bank Holiday List in May 2022: কীভাবে নির্ধারিত হয় ছুটি
ইচ্ছে অনুযায়ী এই ছুটির তালিকা নির্ধারণ করা হয় না। প্রতিটি রাজ্যের স্থানীয় উৎসব অনুযায়ী ছুটির তালিকা ঘোষণা হয়। মে মাসের জন্য আরবিআই-এর তালিকা অনুযায়ী, প্রথম চার দিন একটানা ছুটি থাকবে। তাই এই চার দিনে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আগেই সেরে নিন।
2022 সালের মে মাসে এত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-
1 মে - শ্রমিক দিবস / মহারাষ্ট্র দিবস / রবিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
2 মে - ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী (অনেক রাজ্যে ছুটি)
3 মে - ঈদ-উল-ফিতর (প্রায় সারা দেশে ছুটি), বাসব জয়ন্তী (কর্নাটক)
4 মে - ঈদ-উল-ফিতর (তেলেঙ্গানা)
8 মে-রবিবার
9 মে - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা)
14 মে - দ্বিতীয় শনিবার
15 মে - রবিবার
16 মে - বুদ্ধ পূর্ণিমা (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
22 মে - রবিবার
24 মে - কাজি নজরুল ইসলামের জন্মদিন
28 মে - চতুর্থ শনিবার
29 মে - রবিবার
Bank Holidays May 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx -এ যেতে পারেন।
Bank Holidays List in 2022 : Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
আরও পড়ুন : Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৫ পরিবর্তন, না জানলে আপনার ক্ষতি