Bank Holidays: ব্যাঙ্কে গেলে কাজ হবে না, ২দিন টানা এই সব শহরে বন্ধ শাখা
Bank Holidays: আপনার যদি আগামীকাল বা পরশু ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকেই জেনে নিন এই খবর।
Bank Holidays: আপনার যদি আগামীকাল বা পরশু ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকেই জেনে নিন এই খবর। ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, আগামী 14 ও ১৫ জুন টানা দু-দিন অনেক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই বাড়ি থেকে ব্যাঙ্কের উদ্দেশে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা।
Bank Holidays: কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ?
14 জুন - প্রথম রাজা/সন্ত গুরু কবিরের জন্মবার্ষিকী - ওড়িশা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাবে ছুটির দিন
15 জুন - রাজা সংক্রান্তি / YMA দিবস / গুরু হরগোবিন্দ জির জন্মদিন - ওড়িশা, মিজোরাম, জম্মু ও কাশ্মীরে ছুটির দিন
Bank Holidays: জেনে নিন সামনের ছুটির দিনগুলি
19 জুন - রবিবার
22 জুন- খারচি পূজা- ছুটি থাকবে শুধুমাত্র ত্রিপুরায়
25 জুন - চতুর্থ শনিবার
26 জুন - রবিবার
30 জুন - রমনা নী- ছুটি হবে শুধুমাত্র মিজোরামে
Bank Holidays June 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx - এ যেতে পারেন।
Bank Holidays List in 2022 : Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
আরও পড়ুন : PAN-Aadhaar Card: কীভাবে মৃত ব্যক্তির আধার-প্যান লক করবেন জানেন ? না হলে বাড়বে সমস্যা