Cyber Fraud: ৭ কোটি টাকা চুরি ! আপনার কাছে রয়েছে এই পেমেন্ট অ্যাপ ?
Cyber Crime: বেড়েই চলেছে অনলাইনে প্রতারণার হার। এবার খোদ অনলাইন জালিয়াতির শিকার হয়েছে পেমেন্ট গেটওয়ে রেজরপে (Razorpay) ।
Cyber Crime: বেড়েই চলেছে অনলাইনে প্রতারণার হার। এবার খোদ অনলাইন জালিয়াতির শিকার হয়েছে পেমেন্ট গেটওয়ে রেজরপে (Razorpay) । কোম্পানির তরফে জানানো হয়েছে, তিন মাসে ৭.৩ কোটি টাকা চুরি ৮৩১টি লেনদেন থেকে চুরি করেছে হ্যাকাররা।
Cyber Fraud: কীভাবে সামনে এল জালিয়াতি ?
সম্প্রতি Razorpay-র অডিট করতেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর Razorpay-এর একজন মুখপাত্র বলেছেন: “ নিয়মিত পেমেন্ট প্রক্রিয়া চলাকালীন হ্যাকাররা ব্রাউজারের ওপর প্রভাব খাটিয়ে এই বিপুল অঙ্কের টাকা সরিয়ে দেয়। কিছু ব্যবসায়িক সাইট Razorpay-র ইন্টিগ্রেশনের পুরোনো সংস্করণ ব্যবহার করছিল। তাদের পেমেন্টের ফাঁক দিয়েই এই ঘটনা ঘটে।
Cyber Crime: কী বলছে রিপোর্ট ?
মিডিয়া রিপোর্ট বলছে, হ্যাকাররা 831টি লেনদেনের অনুমতি প্রক্রিয়ার কারচুপি করেই এই গেটওয়ে অনুমোদনের প্রক্রিয়ায় হেরফের করেছে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, Razorpay সমস্যার স্থায়ী সামাধান করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে৷ কোম্পানি ইতিমধ্যেই পরিমাণের কিছু অংশ পুনরুদ্ধার করেছে ও বাকি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
Cyber Crime: অতীতেও ঘটেছে এই ধরনের ঘটনা !
তবে এই প্রথমবার এই ধরনের ঘটনা ঘটল এমনটা নয়। 2021 সালে MobiKwik-এ 30 লক্ষের বেশি ব্যবহারকারীর ডেটা হ্যাক করেছিল প্রতারকরা। কেওয়াইসি বা পাসওয়ার্ড থেকে গ্রাহকের ডেটা পেয়ে যায় হ্যাকাররা। এই ধরনের ডেটা হ্যাকিং এখন খুবই সাধারণ ঘটনা। তবে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরাসরি অর্থ চুরির ক্ষেত্রে এখনও বেগ পেতে হয় হ্যাকারদের।2020 সাল থেকে সাইবার ক্রাইম ও সাইবার আক্রমণ দ্রুতগতিতে বেড়েছে৷ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের মতে, 2018 থেকে 2021 সালের মধ্যে সাইবার অপরাধ ও জালিয়াতির সংখ্যা পাঁচগুণ বেড়েছে৷ যার ফলে অনলাইন লেনদেন নিয়ে চিন্তাও বাড়ছে দেশবাসীর মনে।
আরও পড়ুন : Google Banned Apps: নিষিদ্ধ করল গুগল, এই অ্যাপ ফোনে থাকলেই বিপদ !