Amazon Pay: আমাজন পে'র ওয়ালেটে টাকা পড়ে আছে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন কীভাবে ?
Amazon Pay Wallet: খুব সহজেই আমাজন পে'র ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করা যায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার আর অতিরিক্ত টাকা পড়ে থাকবে না ওয়ালেটে। কীভাবে ট্রান্সফার করবেন ?
Money Transfer: অনলাইন ই-কমার্স ওয়েবসাইট আমাজনে (Amazon Pay) অনেকেই এখন কেনাকাটা করেন। খুব কম দামে, মাঝেমধ্যে বিপুল অফারে অনেক জিনিসই সেখান থেকে কেনেন মানুষজন। আর এই কেনাকাটা করার সময় টাকা কেউ কেউ ক্রেডিট বা ডেবিট কার্ডে পে করেন, কেউ ক্যাশ অন ডেলিভারি করেন, আবার কেউ কেউ আগে থেকে আমাজন পে ওয়ালেটে (Amazon Pay Wallet) টাকা রেখে দেন জমা। এক্ষেত্রে কিছু বাড়তি সুবিধেও পাওয়া যায়। কিন্তু জানেন কি, আমাজন পে ওয়ালেট থেকে টাকা খুব সহজেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার (Bank Transfer) করে নেওয়া যায় ? কীভাবে ?
এখনকার দিনে আমাজনে (Amazon Pay Wallet) যারা কেনাকাটা করেন, তাঁদের অনেকেই আমাজন পে ওয়ালেট থেকেই ইউটিলিটি বিলও পে করেন, অর্থাৎ ইলেকট্রিক বিল, ডিশ টিভির বিল বা অন্য কিছু। আমাজন পে দিয়ে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই টাকা দেওয়া যায় যে কোনও মার্চেন্টকে। অনেক সময় ক্যাশব্যাক জমে যায় ওয়ালেটে। আর সেই টাকা ওয়ালেটে থাকলে অনেক সময় অসুবিধের সৃষ্টি হয় বা একবারে অনেক টাকা জমে গেলে তা দিয়ে জিনিস না কিনে সেই টাকা অনেকেই চান নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার (Bank Transfer) করিয়ে নিতে। কীভাবে করবেন, রইল হদিশ।
এই আমাজন পে ওয়ালেট থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার (Bank Transfer) করতে মূলত ইউপিআইয়ের সাহায্য নিতে হবে। তবে এই সুবিধে আমাজন পে'র গিফট কার্ড ব্যালান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
কীভাবে টাকা ট্রান্সফার করবেন ?
- প্রথমে নিজের আমাজন অ্যাকাউন্টে লগ ইন করুন। তারপর আমাজন পে ট্যাবে ক্লিক করুন। মূলত আমাজন-এর পেমেন্ট সেকশনে এই ট্যাবটি দেখতে পাওয়া যায়।
- 'সেন্ড মানি' বলে একটি অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করুন। এর ফলে বিভিন্ন ধরনের টাকা ট্রান্সফারের অপশনের উল্লেখ পাবেন।
- এই মেনুর মধ্যেই 'টু ব্যাঙ্ক' বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এই কাজটি সাবধানে করতে হবে। এর ফলেই একমাত্র আমাজন পে ওয়ালেটের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।
- এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য বসান। একবার ভাল করে যাচাই করে দেখে নিন সমস্ত তথ্য।
- তারপর 'পে নাও' অপশনে ক্লিক করুন। এর ফলেই আমাজন পে ওয়ালেটের ব্যালেন্স সোজা চলে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুন: Aadhar Card Update: খুব সহজেই পাল্টানো যায় আধার কার্ডের ছবি, কিন্তু কতবার বদলানো যায় জানেন কি ?