Adani Defence: শত্রু সাবমেরিন ধ্বংস করতে বড় উদ্যোগ, আদানি ডিফেন্সের উদ্যোগে ভারতীয় নৌসেনা পাবে নয়া হাতিয়ার
Adani Defence: সোনোবয় একটি অত্যাধুনিক যন্ত্র বা হাতিয়ার যা সমুদ্রের তলদেশে শত্রু সাবমেরিন শনাক্ত করা, অবস্থান নির্ণয় করা, এমনকী এই সাবমেরিন ট্র্যাক করতেও সাহায্য করবে।

Adani Defence and Aerospace: ভারতের সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত করতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পস সংস্থা। ১৮ মে রবিবার মার্কিন সংস্থা স্পার্টনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে পা রাখছে আদানি ডিফেন্স। এলবিট সিস্টেমসের একটি গ্রুপ সংস্থা স্পার্টন এখন আদানিকে ভারতে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম (ASW) তৈরিতে সহায়তা করবে। আর এই হাতিয়ার আদানি ডিফেন্স তুলে দেবে ভারতীয় নৌবাহিনীর হাতে।
ভারতেই তৈরি হবে Sonobuoy-এর মত উন্নত প্রযুক্তির হাতিয়ার
এই পার্টনারশিপের অধীনে ভারতের মাটিতেই তৈরি হবে সোনোবয় সহ অন্যান্য সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ব্যবস্থা। আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রচারের আওতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রথমবার ভারতের কোনও বেসরকারি সংস্থা নৌবাহিনীকে দেশীয়ভাবে তৈরি এই সোনোবয় তৈরিতে সহায়তা করবে। আরও জটিল ইলেকট্রনিক সিস্টেম অ্যাসেম্বল করার দিকে মনোনিবেশ করবে এই সংস্থা, ঘরোয়া ও বৈদেশিক বাজারেও এই হাতিয়ারের বাজার তৈরি করবে আদানি ডিফেন্স এবং স্পার্টন।
'সোনোবয়' কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ
সোনোবয় একটি অত্যাধুনিক যন্ত্র বা হাতিয়ার যা সমুদ্রের তলদেশে শত্রু সাবমেরিন শনাক্ত করা, অবস্থান নির্ণয় করা, এমনকী এই সাবমেরিন ট্র্যাক করতেও সাহায্য করবে। এটি ভারতের নৌবাহিনীর সমুদ্রতলদেশের সচেতনতা ও ক্ষমতা বৃদ্ধি করবে। এই ব্যবস্থাটি নৌসেনার নিরাপত্তা, টহল ও কেরিয়ার স্ট্রাইক গ্রুপের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ভারতকে এই প্রযুক্তি বিদেশ থেকে আমদানি করতে হত, যার ফলে বিদেশি সংস্থাগুলির উপরে নির্ভরশীলতা বেশি ছিল। কিন্তু এখন আদানি ডিফেন্স দেশের মধ্যেই এই প্রযুক্তি তৈরি করবে।
'মেক ইন ইন্ডিয়া'-র আওতায় স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন
স্পার্টন ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করেছে এবং এখন এই নতুন অংশীদারিত্বের অধীনে আদানি ডিফেন্স সম্পূর্ণরূপে 'মেড ইন ইন্ডিয়া' আকারে এগুলি সরবরাহ করবে। এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতা বৃদ্ধি করবে। এদিন আদানি এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট জিৎ আদানি বলেন, 'আজকের অস্থির সামুদ্রিক পরিবেশে ভারতের সমুদ্রের নিচের যুদ্ধক্ষমতা শক্তিশালী করা কেবলমাত্র একটি কৌশলগত অগ্রাধিকার নয়, বরং দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্যও অপরিহার্য'।
তিনি আরও বলেন যে ভারতীয় নৌবাহিনীর এখন প্রয়োজন অভিযানের জন্য প্রস্তুত এবং দেশীয়ভাবে তৈরি একটি উন্নত সিস্টেম যা হবে আন্তর্জাতিক স্তরেও প্রতিযোগিতামূলক। স্পার্টনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আদানি ডিফেন্স এখন দেশকে একই সমাধান প্রদান করবে।






















