Air India Express: নয়া রঙে সেজে উঠল এয়ার ইন্ডিয়া বিমান, পুজোর মুখে প্রকাশিত নতুন 'লুক'
Air India Flight: টাটা গ্রুপের কম খরচে ক্যারিয়ার এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মুম্বই বিমানবন্দরে নতুন ভিজ্যুয়াল উন্মোচন করা হয়েছে।
মুম্বই: টাটা গ্রুপের (Tata Group) মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) বুধবার প্রকাশ করল এয়ার ইন্ডিয়ার (Air India) 'নতুন ব্র্যান্ড' পরিচয়। প্রধানত কমলা এবং ফিরোজা রঙে সেজে উঠেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস AIX Connect (পূর্বে AirAsia India) কে কেন্দ্রীভূত হওয়ার প্রক্রিয়া চলেছে।
টাটা গ্রুপের কম খরচে ক্যারিয়ার এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া তার নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করার দুই মাসেরও বেশি সময় পরে মুম্বই বিমানবন্দরে নতুন ভিজ্যুয়াল উন্মোচন করা হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি প্রেস রিলিজে বলেছে, "এয়ারলাইনটির নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটিতে এক্সপ্রেস অরেঞ্জ এবং এক্সপ্রেস টারকোয়েজের একটি শক্তিশালী এবং প্রিমিয়াম রঙের প্যালেট রয়েছে যার সঙ্গে এক্সপ্রেস ট্যানজারিন এবং এক্সপ্রেস আইস ব্লু সেকেন্ডারি রঙ হিসাবে রয়েছে।"
Dear Guests, Fasten your seatbelts for the moment we've all been waiting for. We're thrilled to unveil the new X factor in Indian aviation - the new livery of Air India Express. #FlyAsYouAre #TailsOfIndia pic.twitter.com/Vif5GDQJlH
— Air India Express (@AirIndiaX) October 18, 2023
এয়ারলাইন্সের মতে, প্রথম নতুন বোয়িং 737-8 বিমানে টেক্সটাইল ডিজাইন থেকে অনুপ্রেরণা রেখে করা হয়েছে। আসন্ন বিমানে অজরাখ, পাটোলা, কাঞ্জিভরম, কলমকারি, ইত্যাদি সহ অন্যান্য ঐতিহ্যবাহী নিদর্শনগুলির দ্বারা অনুপ্রাণিত নকশাগুলি দেখানো হবে, যা ভারতের শৈল্পিক বৈচিত্র্যকে প্রদর্শন করে। এয়ারলাইনটির 'প্যাটার্নস অফ ইন্ডিয়া' থিমটি জাতির চেতনাকে ধারণ করে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর অলোকে সিং বলেছেন রি-ব্র্যান্ডিং এর মাধ্যমে বিমান যাত্রাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। আগামী ১৫ মাসে ৫০টি বিমানকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন, পঞ্চমীতে বেলুড় মঠে প্রস্তুতি, বোধনের আগে সুসজ্জিত দেবীর মণ্ডপ
নয়া রূপে অবতীর্ণ হতে এয়ারবাস এবং বোয়িং সংস্থার সঙ্গে চুক্তি করে টাটারা। আলাদা করে সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাসে এয়ারবাসের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার আওতায়, চওড়া এবং সরু আকারের বিমান তৈরির চুক্তিও হয়েছে।