Ampere Magnus EX electric scooter:এক চার্জে চলে ১২১ কিলোমিটার, দেখে নিন এই স্কুটারের দাম
কোম্পানির দাবি, সাধারণ ইলেকট্রিক স্কুটারের থেকে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে তাদের মডেল। এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি।
নয়াদিল্লি: ইলেকট্রিক স্কুটারের বাজারে বড় চমক। এবার এক চার্জে ১২১ কিলোমিটার চলবে এই স্কুটার। বাজারে এল Ampere Magnus EX electric scooter। পুণেতে এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা।
Magnus EX electric scooter-এর স্পেকস: কোম্পানির দাবি, সাধারণ ইলেকট্রিক স্কুটারের থেকে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে তাদের মডেল। এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি। যা হালকা হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি থেকেও আলাদা করা যায়। ফলে চার্জ দিতে সমস্যা হবে না ক্রেতাদের। যেকোনও ৫ অ্যাম্পায়ার সকেটে সহজেই চার্জে বসানো যায় এই ব্যাটারি।
ঘর হোক বা কফি শপ ৫ অ্যাম্পায়ারের সকেট হলেই দিব্যি গুঁজে দিতে পারবেন ব্যাটারির প্লাগ। দেওয়ালের চার্জারেরও কোনও সমস্যা সৃষ্টি করে না এই পোর্টেবল চার্জার। নতুন স্কুটারে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে Ampere। ইলেকট্রিক স্কুটারে রাজ্য সরকারের ছাড় পাওয়ার পর দাম আরও কমে যাবে এই ইলেকট্রিক স্কুটারের। সেই ক্ষেত্রে আরও সুবিধা হবে গ্রাহকের।
Magnus EX electric scooter-এর গতি: ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ কিলোমিটার গতিবেগ তুলতে পারে এই স্কুটার। ০-৪০ কিলোমিটার গতিবেগ ধরতে ১০ সেকেন্ড সময় নেয় এই ইভি। কোম্পানির দাবি, এই বাজেটে সবথেকে বেশি ১২০০ ওয়াটের ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। ভারতীয় রাস্তায় চালাতে যথেষ্ট সাহায্য করবে দু-চাকার এই ইঞ্জিন।
Magnus EX electric scooter-এর বিভিন্ন মোড: সুপার সেভার ইকো মোড ছাড়াও গাড়িতে রয়েছে পাওয়ার মোড। নাম শুনেই বোঝা যাচ্ছে, ইকো মোডে চার্জ কম খেলেও বেশি মাইলেজ দেবে স্কুটার। সেই ক্ষেত্রে দীর্ঘ পথ অতিক্রম করতে সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি পাওয়ার মোডে ব্যাটারি বেশি খাবে গাড়ি। স্কুটারে পা রাখার জন্য দেওয়া হয়েছে ৪৫০ এমএম-এর স্পেস।
এক ঝলকে দেখে নিন Ampere Magnus EX স্কুটারের স্পেকস:
১ সর্বোচ্চ গতি ৫৩ কিলোমিটার(একজন বা দু-জন যাত্রী নিয়ে)।
২ সর্বোচ্চ ওজন নেওয়ার ক্ষমতা ১৫০ কেজি
৩ পুরো চার্জ হতে সময় নেয় ৬-৭ ঘণ্টা।
৪ ৭০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪-৫ ঘণ্টা।
৫ মেকানিক্যাল ও ড্রাম ব্রেক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।
৬ সাসপেনশন- সামনে টেলিস্কোপিক, পিছনে কয়েল স্প্রিং
আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ
আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?
আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস