Mahindra Scorpio N : কোম্পানির স্বপ্নের প্রজেক্ট ! নতুন স্করপিও নিয়ে ট্যুইট আনন্দ মহিন্দ্রার
Mahindra Scorpio N Car Launch: শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। গাড়ি নিয়ে কী বললেন আনন্দ মহিন্দ্রা ?
Mahindra Scorpio N: শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। এবার কোম্পানির বহু প্রতীক্ষিত এই গাড়ি নিয়ে ট্যুইট করলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা।
Mahindra Scorpio N: মহিন্দ্রার ট্যুইটে প্রতিক্রিয়ার বন্যা
সাধারণত ট্যুইটারে বেশি সক্রিয় থাকেন আনন্দ মাহিন্দ্রা। এই মাইক্রো ব্লগিং প্লাটফর্মের মাধ্যমে মানুষের সাথে যুক্ত থাকেন তিনি। প্রায়শই তাঁর ট্যুইটার থেকে আসে একাধিক নতুন অজানা জিনিস। এবার অবশ্য ট্যুইটারে কোম্পানির নতুন গাড়ি স্করপিও এন নিয়ে বার্তা দিয়েছে আনন্দ মহিন্দ্রা। নতুন স্করপিওর একটি ভিডিও টুইট করেছেন তিনি। যেখানে স্করপিও এনকে খাঁচায় বদ্ধ প্রাণী হিসেবে বর্ণনা করেছেন মহিন্দ্রার চেয়ারম্যান। তিনি লিখেছেন, The Beast. About to be uncaged। তাঁর এই টুইটের পরই প্রচুর অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি।
2022 Mahindra Scorpio: কী স্পেকস থাকছে নতুন মহিন্দ্রা স্করপিওতে ?
Mahindra Scorpio-তে একটি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, যা C-আকৃতির LED DRL-এর সঙ্গে টপ-স্পেক ট্রিমগুলিতে অল-এলইডি ইউনিট হিসাবে দেওয়া হবে। SUV-র সাইড প্রোফাইলের কথা বললে, এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়াও SUV-র পিছনে স্ট্রেইট LED টেলল্যাম্প পাওয়া যাবে।
New Mahindra Scorpio: নতুন স্করপিওতে কোন ইঞ্জিন ?
নতুন প্রজন্মের Scorpio-তে 2.0-লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল মোটর ও 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন থাকতে পারে। 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও 6-স্পিড টর্ক-কনভার্টার AT ট্রান্সমিশন অপশন হিসাবে দেওয়া হতে পারে গাড়িতে। নতুন Mahindra Scorpio আগামী মাসে ভারতে লঞ্চ হতে পারে। আগামী মাসে মাহিন্দ্রা স্করপিওর 20 তম বছর। 2002 সালে প্রথম Mahindra Scorpio গাড়ি লঞ্চ হয়। সেই উপলক্ষে আগামী মাসে আসতে পারে গাড়ি।
New Mahindra Scorpio: টিজার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার গাড়ির পুরো ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, আগামী ২৭ জুন লঞ্চ হবে মহিন্দ্রার বহু প্রতীক্ষিত এসইউভি Mahindra 'Scorpio-N'।
আরও পড়ুন : Maruti New Brezza: নতুন মারুতি ব্রেজায় সানরুফ ! কবে আসছে গাড়ি ?