এক্সপ্লোর
Advertisement
বড় ধাক্কা খেতে পারে চিন, অ্যাপল আইফোন 12 ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে আনতে পারে ভারতে
শোনা যাচ্ছে, এই ত্রৈমাসিকেই ভারতে তারা শুরু করতে পারে আইফোন 12 সিরিজ তৈরি।
নয়াদিল্লি: করোনা পরিস্থিতির জেরে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির চিন থেকে সরে আসা অব্যাহত। এবার অ্যাপলের মত নামী সংস্থা চিন থেকে কারখানা সরিয়ে আনার পথে হাঁটতে চলেছে। জানা গিয়েছে, অ্যাপল তাদের আইফোন, আইপ্যাড, ম্যাকবুকের পাশাপাসি এবার অন্যান্য প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটও চিন থেকে সরিয়ে আনতে চলেছে। ভারতে তারা শুরু করতে পারে তাদের প্রথম ৫জি স্মার্টফোন সিরিজ iPhone 12-এর প্রোডাকশন।
চিন থেকে আইপ্যাড ম্যানুফ্যাকচারিং ইউনিট তুলে নিয়ে অ্যাপল তা ভিয়েতনামে নিয়ে যাওয়ার কথা ভাবছে বলে খবর পাওয়া গিয়েছে। সত্যিই যদি তা ঘটে, তবে এই প্রথমবার অ্যাপল চিনের বাইরে তৈরি করবে তাদের ডিভাইস। ভিয়েতনামের পাশাপাশি তারা ভারতেও আইফোন প্রোডাকশন বাড়ানোর পথে হাঁটতে চলেছে। শোনা যাচ্ছে, এই ত্রৈমাসিকেই ভারতে তারা শুরু করতে পারে আইফোন 12 সিরিজ তৈরি। অ্যাপলের ডিভাইসের জন্য ভারত হয়ে উঠতে পারে দ্বিতীয় বৃহত্তম প্রোডাকশন বেস।
পাশাপাশি অ্যাপল তাদের স্মার্ট স্পিকার্স, ইয়ারফোন ও ম্যাক তৈরির ক্যাপাসিটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাড়ানোর পথে হাঁটছে। এ বছরই চড়চড়িয়ে বাড়তে পারে প্রোডাকশন। করোনা পরিস্থিতির জেরে চিন ও আমেরিকার মধ্যে সম্পর্কের অত্যন্ত অবনতি হয়। পূর্বতন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্বর্থ্যহীন ভাষায় অভিযোগ করে, চিন থেকেই গোটা বিশ্বে করোনা ছড়িয়েছে। যদিও এখন শোনা যাচ্ছে, ট্রাম্প সরকার ভোটে হেরে যাওয়ার পর জো বাইডেনের যে সরকার আমেরিকায় ক্ষমতায় এসেছে তারা করোনা সঙ্কট ভুলে চিনের সঙ্গে সম্পর্ক শুধরে নেওয়ায় আগ্রহী। ফলে তাদের পদক্ষেপের প্রভাব পড়তে পারে মার্কিন কোম্পানি অ্যাপলের সিদ্ধান্তে।
অ্যাপল শিগগিরই নিয়ে আসছে তাদের সস্তা 5G স্মার্টফোন। আগামী এপ্রিলে তারা নিয়ে আসতে পারে তাদের iPhone SE Plus। শোনা যাচ্ছে, এটিই অ্যাপলের সব থেকে সস্তা 5G ফোন। এর দাম হতে পারে ৩৬,০০০ টাকার আশে পাশে। এই ফোনের এখনকার মডেলের থেকে এই দাম হাজার সাতেক টাকা বেশি। গত বছর এপ্রিলে অ্যাপল iPhone SE বাজারে নিয়ে আসে।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement