LIC Plan: চাকরিজীবীদের জন্য সেরা জীবনবিমার বিকল্প এগুলি, LIC-র এই ৩ প্ল্যানের কোনটি আপনার জন্য উপযুক্ত ?
LIC Term Plan: এই প্ল্যানে ম্যাচিওরিটির পরে পলিসিহোল্ডাররা একটি বড় অঙ্কের টাকা পান, আর যদি ম্যাচিওরিটির আগেই পলিসিহোল্ডার মারা যান তাহলে তাঁর পরিবারের কাছে কভারেজের পুরো টাকাটা দেওয়া হয়।

Life Insurance Plan: লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের জীবনবিমার প্ল্যান নিয়ে এসেছে। কোভিডের পর থেকে আমাদের জীবনে এত মাত্রায় অনিশ্চয়তা বেড়ে গিয়েছে যে স্থিতিশীল সুরক্ষিত (LIC Plan) জীবন পেতে হলে জীবনবিমা একটি অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। যে সমস্ত ব্যক্তি তাদের মাসিক বেতনের ভরসাতেই তাদের দিন গুজরান করেন তাদের জন্য লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের পক্ষ (Life Insurance Plan) থেকে বেশ কিছু প্ল্যান আনা হয়েছে যা তাদের জীবনকে সুরক্ষিত রাখবে। এই প্ল্যানগুলি একইসঙ্গে সাশ্রয়ী এবং বিস্তৃত সুবিধে সহ বাজারে আনা হয়েছে।
এলআইসি টেক টার্ম প্ল্যান
এই প্ল্যানটি একটি পিওর রিস্ক প্রিমিয়াম প্ল্যান যা অনলাইনেও কেনা যায়, যা অফলাইন বিকল্পের থেকে অনেকটাই সস্তায় মেলে। প্রিমিয়ামের ২৫-৩০ শতাংশ অতিরিক্ত দিয়ে পলিসিহোল্ডাররা চাইলেই তাদের সাম অ্যাসিওরড ২ গুণ বাড়িয়ে নিতে পারেন। এর সঙ্গেই এই প্ল্যানে অ্যাক্সিডেন্টাল রাইডার দেওয়া হয়। ডেথ বেনিফিটের ক্ষেত্রে পলিসিহোল্ডাররা একবারে সম্পূর্ণ কভারেজের টাকা বা ৫, ১০, ১৫ বছরের মধ্যে কিস্তিতে ভেঙে ভেঙে এই টাকা নিতে পারেন।
এলআইসি জীবন লাভ
এই প্ল্যানে ম্যাচিওরিটির পরে পলিসিহোল্ডাররা একটি বড় অঙ্কের টাকা পান, আর যদি ম্যাচিওরিটির আগেই পলিসিহোল্ডার মারা যান তাহলে তাঁর পরিবারের কাছে কভারেজের পুরো টাকাটা দেওয়া হয়। জীবন লাভ স্কিমে সংস্থার মুনাফার অংশ হিসেবে বোনাস দেওয়ার ব্যবস্থাও রয়েছে। বার্ষিক এককালীন প্রিমিয়ামের ক্ষেত্রে এই প্ল্যানে এলআইসি ২ শতাংশ ছাড় দিয়ে থাকে। তবে এই প্ল্যানের প্রিমিয়াম আয়কর ছাড়ের আওতায় পড়বে না।
জীবন উমঙ্গ
এই প্ল্যানেও আগের মত ম্যাচিওরিটির পরে পলিসিহোল্ডাররা একটি বড় অঙ্কের টাকা পান, আর যদি ম্যাচিওরিটির আগেই পলিসিহোল্ডার মারা যান তাহলে তাঁর পরিবারের কাছে কভারেজের পুরো টাকাটা দেওয়া হয়। তবে এতে প্রিমিয়াম দেওয়া শেষ হওয়ার পর থেকে ম্যাচিওরিটি পর্যন্ত জীবন উমঙ্গ প্ল্যানে প্রতি বছর সার্ভাইভাল বেনিফিট দেওয়া হয়। এই প্ল্যানে ১০০ বছর পর্যন্ত কভারেজ দেওয়া হয়ে থাকে। পলিসি টার্ম শেষ হওয়ার পরে সাম অ্যাসিওরডের ৮ শতাংশ হিসেবে সারভাইভাল বেনিফিট দেওয়া হয় এই প্ল্যানে। এক্ষেত্রেও গ্রাহকরা বোনাস পেতে পারেন।
জীবন অমর
ম্যাচিওরিটির পরেও এই প্ল্যানে পলিসিহোল্ডারের মৃত্যু পর্যন্ত কভারেজ দেওয়া হয়। এটি মূলত মহিলা চাকরিজীবীদের জন্য উপযুক্ত। তাদের জন্য প্রিমিয়ামে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।






















