Budget 2021 Highlights LIVE: ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Union Budget 2021 Key Highlights LIVE Updates: অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট করোনা অতিমারীর জেরে তছনছ হয়ে যাওয়া অর্থব্যবস্থাকে ফের জোড়া দেওয়ার কাজ শুরু করবে।
LIVE
Background
নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন কেন্দ্রীয় বাজেট। সকলে মনে করছেন, করোনাভাইরাসের কারণে দেশের আর্থিক ব্যবস্থা যে প্রচণ্ড ধাক্কা খেয়েছে, তা সামলে ওঠার নিদান হাঁকবেন তিনি এই বাজেটে। পরিষেবা, পরিকাঠামো ক্ষেত্র ও প্রতিরক্ষার মত বিভাগে বরাদ্দ বাড়িয়ে আর্থিক সংস্কারের পথে হাঁটবেন তিনি।
এই বাজেট এই দশকের প্রথম বাজেট। যেহেতু দেশ এখন করোনা সঙ্কট কাটিয়ে বার হওয়ার চেষ্টা করছে, তাই কর্মসংস্থান এবং গ্রামোন্নয়নে ব্যাপক হারে বরাদ্দ বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলিতে বরাদ্দ ভালরকম বৃদ্ধির আশা। মূল চেষ্টা হবে, যাতে করদাতাদের হাতে অধিক অর্থ আসে ও বিদেশি বিনিয়োগ টানার জন্য নিয়মকানুন আরও সরল করা যায়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ নিয়ে তাঁর তৃতীয় বাজেট পেশ করবেন। ২০১৯-এ প্রথম বাজেট পেশ করেন তিনি। চামড়ার ব্রিফকেস সংস্কৃতি পাল্টে লাল শালুতে খাতাপত্র নিয়ে এসে বাজেট পেশ করেন তিনি। আর এবার বাজেট হতে চলেছে পুরোপুরি পেপারলেস। পাওয়া যাবে ডিজিটাল ফরম্যাটে, অ্যান্ড্রয়েড ও আইওএস ফরম্যাটে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে।
অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট করোনা অতিমারীর জেরে তছনছ হয়ে যাওয়া অর্থব্যবস্থাকে ফের জোড়া দেওয়ার কাজ শুরু করবে। এতে রোডম্যাপ থাকবে, যাতে বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি ফের সঠিক রাস্তায় ফেরে, শুধু জমা খরচের তথ্য পেশের মধ্যে যেন আটকে না যায়।
গত মার্চে করোনার জেরে যে লকডাউন শুরু হয়, তাতে দেশের অর্থনীতি আচমকা ঝাঁকি খেয়ে দাঁড়িয়ে পড়ে। ফলে ২০২১ অর্থবর্ষের পর পর দুটি ত্রৈমাসিকে জিডিপির মারাত্মক পতন হয়েছে। অসংখ্য লোকের চাকরি গিয়েছে, ছোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, মাইনে কমেছে বহু চাকরিজীবীর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারতের আওতায় বেশ কিছু প্যাকেজ দিয়ে অর্থনীতিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতি দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে তাতে এই সব প্যাকেজ অর্থনীতির হাল ফেরাতে যথেষ্ট নয়। তাই নির্মলার কাছে তাঁদের আশা, তিনি আরও এমন কিছু বলবেন যাতে এই পরিস্থিতিতে দেশ নতুন দিশা পাবে।
বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক টুইটারে বলেছে, ২০২১-এর জানুয়ারিতে যে জিএসটি রাজস্ব আদায় হয়েছে, তা জিএসটি ব্যবস্থা চালুর পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
✅GST Revenue collection for January 2021 almost touches ₹1.20 lakh crore
— Ministry of Finance (@FinMinIndia) January 31, 2021
✅Revenues for month of January 2021 are 8% higher than GST revenues in same month last year
✅GST revenues during January 2021 are the highest since introduction of GST
Read more➡️ https://t.co/kKpPlK0i4X pic.twitter.com/TG0hQW9oGp
২০২০-২১-এর আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, আগামী অর্থবর্ষে জিডিপি থাকবে ১১ শতাংশ।
কেরলে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সরকারের বিজিনজাম বন্দর উন্নয়নের জন্য আদানি গ্রুপের হাতে তুলে দেওয়া নিয়ে তাই আক্রমণের তির ফিরিয়ে দিয়েছেন নির্মলা সীতারমণ।
লালপাড় শাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মুখে রবীন্দ্রনাথের লেখা লাইন। বাজেটে বাংলার জন্য বরাদ্দ সড়ক উন্নয়ন ৷ ভোটের কথা মাথায় রেখেই কি বাজেটে বাংলার ছোঁয়া? বাজেট ঘিরে প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু, আসল প্রশ্ন হল, করোনা বিধ্বস্ত সাধারণ মানুষ বাজেট থেকে কী পেল?
কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে মুখ খুলে রাহুল গাঁধী টুইটারে লেখেন, ‘জনসাধারণের হাতে অর্থ তুলে দেওয়া তো দূর হস্ত, মোদি সরকার পরিকল্পনা করেছে ভারতের সমস্ত সম্পদ তাঁদের পুঁজিবাদী বন্ধুদের হাতে তুলে দেওয়ার।’
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত বেশ কিছু দিন ধরেই চলছে। এমন একটা সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে প্রতিরক্ষামন্ত্রককে ৪.৭৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন। প্রতিরক্ষামন্ত্রকের জন্য মোট আর্থিক বরাদ্দ গত বছরের ৪,৭১,৩৭৮ কোটি টাকা (প্রতিরক্ষা পেনশন সহ) থেকে ৭.৪ শতাংশ বেড়েছে।
Budget 2021 fiscal deficit: আর্থিক ঘাটতি নিয়ে কী বললেন নির্মলা?
FM Nirmala Sitharaman Budget fiscal deficit 2021: আর্থিক ঘাটতি পূরণ করতে সরকার বাজার থেকে চলতি বছর ৮০ হাজার টাকা ধার করবে। আগামী আর্থিক বছরে বাজার থেকে ১২ লক্ষ কোটি টাকা ধার নিতে হতে পারে। সরকারের মোট আর্থিক ব্য়য় ধরা হয়েছে ৩৪.৫ লক্ষ কোটি টাকা।