Nirmala Sitharaman Sari: এবারের বাজেটের আগেও আলোচনায় অর্থমন্ত্রীর শাড়ি, দাম কত জানেন?
Union Budget 2024: নির্মলা সীতারামনের বাজেটে কী রয়েছে? ঝুলি ভরবে আপনার?
কলকাতা: আজ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট (Budget 2024)। সংসদে এবারও বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবারের মতোই এবারেও বাজেটের ঠিক আগে আগে আলোচনায় এসেছে তাঁর শাড়ি (Nirmala Sitharaman Saree)। প্রতিবছরই নতুন ধরনের শাড়ি পরে তিনি বাজেট বক্তৃতা দেন। এবার তাঁর পছন্দ ম্যাজেন্টা অথবা বেগুনি ঘেঁষা রঙের পাড়ের সাদা শাড়ি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ট্রেন্ডিং- চোখ টেনেছে সকলেরই।
এবার সপ্তম বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করে রেকর্ড তৈরি করবেন নির্মলা সীতারামন। আর আজকের জন্য তিনি বেছে নিয়েছেন সাদা রঙের সিল্কের শাড়ি। যার পাড় ম্যাজেন্টা রং ঘেঁষা। রয়েছে সোনালি রঙের মোটিফ।
এর আগে কবে কোন শাড়ি?
এ বছরই অন্তর্বর্তী বাজেটে তিনি বেছে নিয়েছিলেন নীল রঙের একটি হ্যান্ডলুম শাড়ি। হাতে ছিল- বাজেটের ট্যাবলেট।
২০১৯ সালের প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। সেই সময় তিনি বেছে নিয়েছিলেন উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাড়ের মঙ্গলগিরি শাড়ি। প্রথম বাজেটেই ব্রিফকেসের বদলে 'বহি-খাতা' এনেছিলেন তিনি। বাজেটের নথি লালা সিল্কের কাপড় দিয়ে মোড়ানো ছিল। যার উপর ছিল জাতীয় প্রতীক।
২০২০ সালে নির্মলা সীতারামনের পরনে ছিল সোনালি হলুদ রঙের সিল্কের শাড়ি। নীল রঙের পাড় ছিল।
২০২১ সালে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বেছে নিয়েছিলেন পোচামপল্লি শাড়ি। লাল-সাদা সিল্কের ওই শাড়ি বহু লোকের নজর টেনেছিল। আঁচলে ছিল ইক্কতের প্যাটার্ন।
২০২২ সালের বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বেছেছিলেন বোমকাই শাড়ি। ওড়িশা এই ধরনের শাড়ির জন্মস্থান।
২০২৩ সালের বাজেট পেশের সময় নির্মলা সীতারামনের পরনে ছিল লাল রঙের শাড়ি। টেম্পল বর্ডার ওই শাড়িটিও ছিল সুন্দর।
টানা ৭ বার বাজেট পেশ করে আজ রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারামন। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে রওনা দিয়ে নর্থ ব্লকের পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন বাজেটের কপি। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে বাজেট অনুমোদনের পর লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারামন। বাজেটের জন্য আজ একঘণ্টা দেরিতে শুরু হবে রাজ্য়সভার অধিবেশন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কম সময়ে বেশি লাভ , এই বাজেটে ৫ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা