BYJU'S Offices Shut: বাইজুসে বড় খবর, কর্মীরা বেতন পাবে কি, কোম্পানি নিল এই সিদ্ধান্ত
Business News: এবার নতুন বড় সিদ্ধান্ত নিল বাইজুস (Byju Crisis) ।
Business News: কদিন আগেই কোম্পানি দিয়েছিল এই খারাপ খবর। এবার নতুন বড় সিদ্ধান্ত নিল বাইজুস (Byju Crisis) । যাতে কোম্পানির কর্মীরা অনেকে ভরসা পেলেও কেউ কেউ এই সিদ্ধান্তকে খারাপ বলেই মনে করছে।
Byju Crisis: কী সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি
সমস্যায় পড়া এডুটেক কোম্পানি বাইজুস বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশে সব অফিস বন্ধ করে দিয়েছে কোম্পানি। কোম্পানির তরফে বলা হয়েছে,এখন বাড়ি থেকে কাজ করবেন কর্মীরা। বিনিয়োগকারীদের সাথে বিরোধে জড়িয়ে থাকা সংস্থাটি তার প্রায় 20 হাজার কর্মচারীকে বেতন দিতে ব্যর্থ হয়েছে। এরপর খরচ কমানোর কারণে এই বড় পদক্ষেপ নিল বাইজুস।
সদর দফতর ছাড়া সারাদেশের সব অফিস বন্ধ
বাইজু বেঙ্গালুরুর আইবিসি নলেজ পার্কের সদর দফতর ছাড়া সারা দেশে সব অফিস বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বাইজুর টিউশন সেন্টার চালু থাকবে। কোম্পানি এরফলে অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে।
Business News: এর আগে বাইজু-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বাইজু রবীন্দ্রন কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন,যে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন 10 মার্চের মধ্যে আসবে। যদিও সংস্থা সেই বেতন দিতে ব্যর্থ হয়েছে। কোম্পানি রবিবার দাবি করেছে, এটি সব কর্মীদের আংশিক বেতন দিয়েছে। বকেয়া বেতন পরিশোধের জন্য কর্মচারীদের কাছে আরও সময় চেয়ে চিঠি দিয়েছে কোম্পানির ম্যানেজমেন্ট।
বাইজু রবীন্দ্রন ও শেয়ারহোল্ডারদের মধ্যে বিরোধ থামেনি
বর্তমানে বাইজু রবীন্দ্রন এবং কোম্পানির কিছু শেয়ারহোল্ডারদের মধ্যে একটি নতুন বোর্ড গঠন নিয়ে বিরোধ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত বর্তমানে অধিকার ইস্যু থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার নিষিদ্ধ করেছে। কিছু সময় আগে শেয়ারহোল্ডাররা বোর্ড থেকে বাইজু রবীন্দ্রন ও তার পরিবারকে সরানোর অনুমোদন দিয়েছিল। যদিও রবীন্দ্রন এই বৈঠককে বেআইনি ঘোষণা করেছিলেন।
Byju Crisis: কোম্পানি রাইটস ইস্যু থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে অক্ষম
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) 27 ফেব্রুয়ারি জারি করা তার আদেশে বলেছে, edtech কোম্পানিকে রাইট ইস্যু থেকে প্রাপ্ত অর্থ আপাতত একটি এসক্রো অ্যাকাউন্টে রাখতে হবে। কোম্পানি ব্যবস্থাপনা ও চার বড় বিনিয়োগকারীর মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থ ব্যবহার করা যাবে না।
Best Stocks To Buy: তিন সপ্তাহে ১৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা, এই ১০ স্টক বিশেষজ্ঞদের পছন্দ