Electric Scooter: ১০ হাজার টাকা দাম কমল অ্যাম্পিয়ারের ই-স্কুটারে, কোন মডেল সস্তা হল ?
Electric Scooter Discount: ম্যাগনাস স্কুটারের দুটি ভার্সন LT এবং Magnus EX-এ বিপুল হারে ছাড় পাওয়া যাচ্ছে। ছাড় দেওয়ার পর এখন এই দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৮৪,৯০০ টাকা এবং ৯৪,৯০০ টাকায়।
Ampere Scooter: ভারতের বাজার কিছুদিন আগেই নেক্সাস মডেলটি নিয়ে এসেছে অ্যাম্পিয়ার স্কুটার (Ampere Scooter)। আর তাঁর পরেই হু হু করে বেড়েছে এই স্কুটারের জনপ্রিয়তা। তবে তাঁর পাশাপাশি এবার গ্রাহকদের জন্য দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাম্পিয়ার। বৈদ্যুতিন স্কুটার (Ampere Electric Scooter) যাতে আরও সস্তায় পেতে পারেন গ্রাহকরা, সেই চেষ্টা করছে সংস্থা। ১০ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে এই সংস্থার কিছু কিছু মডেলের দাম। দেখে নিন এই সুযোগে কোন কোন মডেল সস্তায় ঘরে আনতে পারবেন।
অ্যাম্পিয়ার ম্যাগনাস স্কুটার
ম্যাগনাস স্কুটারের (Ampere Magnus E-Scooter) দুটি ভার্সন LT এবং Magnus EX-এ বিপুল হারে ছাড় পাওয়া যাচ্ছে। ছাড় দেওয়ার পর এখন এই দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৮৪,৯০০ টাকা এবং ৯৪,৯০০ টাকায়। এটি একটি ৬০ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক সহ আসে বাজারে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে যাওয়া যাবে ৮৪ কিমি। এর সর্বচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়।
অ্যাম্পিয়ার রিও লি প্লাস
একইসঙ্গে দাম কমেছে অ্যাম্পিয়ার রিও লি প্লাসের। এই স্কুটার (Ampere Rio Li Plus) এখন মাত্র ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে বাজারে। এটি যদিও স্কুটারের এক্স শোরুম দাম। বাজারে যদিও শুধুমাত্র একটিই ভার্সন পাওয়া যায় রিও লি প্লাসের। শহরের মধ্যে চালানোর জন্য কম গতির এই স্কুটার বেশ উপযোগী। ১.৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এতে যা কিনা একবার চার্জে ৭০ কিমি পথ যেতে সাহায্য করে। রিও লি প্লাসের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায়। মূলত এটি কম গতির স্কুটারের সেগমেন্টেই আসে।
প্রতিদ্বন্দ্বী কে
বাজারে এখন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) নির্মাতা সংস্থাগুলির মধ্যে জোর টক্কর। এখন প্রথম সারির ইলেকট্রিক স্কুটার বলতেই মনে আসে ওলার কথা। ওলার S1-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাম্পিয়ারের ম্যাগনাস ই-স্কুটার। ওলার এই স্কুটারে রয়েছে তিনটি ব্যাটারি প্যাকের ভ্যারিয়ান্ট। ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে এই গাড়িতে। ওলার S1-এর ২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়ান্টের সর্বোচ্চ গতি হল ৯৫ কিমি প্রতি ঘণ্টা।
আরও পড়ুন: Mahindra Cars: তিন তিনটে নতুন SUV আনতে চলেছে মহিন্দ্রা, নতুন লুকে আসবে মহিন্দ্রা থার