Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, পড়াশোনা কতদূর এলন মাস্কের ?
Elon Musk Success: তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে উঠে আসছে তাঁর নাম। জানেন, ধনকুবের এলন মাস্কের শিক্ষাগত যোগ্যতা কী।
Elon Musk Success: তাঁকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে উঠে আসছে তাঁর নাম। জানেন, ধনকুবের এলন মাস্কের শিক্ষাগত যোগ্যতা কী।
Elon Musk buys Twitter: ট্যুইটার কিনে চমক মাস্কের
সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার কিনে সংবাদের শিরোনামে চলে এসেছেন এলন মাস্ক। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ট্যুইটার কেনার চুক্তি হয়েছে মাস্কের সঙ্গে। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক কতটা শিক্ষিত।
Twitter Elon Musk deal: কেমন ছিল মাস্কের জীবন ?
এলন মাস্কের জীবনপঞ্জি বলছে, 1971 সালের 28 জুন জন্মগ্রহণ করেন মাস্ক। মাস্কের বাবা, এরোল মাস্ক, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়াও পাইলট ছিলেন। তার মা মে মাস্ক ছিলেন একজন ডায়েটিশিয়ান। এলনের যখন 10 বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীকালে এলন তার বাবার সঙ্গে থাকতে শুরু করেন।
Elon Musk Education: এলনের পড়াশোনা
দক্ষিণ আফ্রিকা থেকে তার প্রাথমিক পড়াশোনা। 10 বছর বয়সে কম্পিউটারের প্রতি তাঁর আগ্রহ জন্মায় মাস্কের। সেই সময় তিনি কমোডোর ভিআইসি -20 ব্যবহার করে কম্পিউটিং শুরু করেন। নিজের মেধা ও অধ্যাবসায়ের জোরে অল্প বয়সেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেছিলেন মাস্ক। মাত্র 12 বছর বয়সে একটি ভিডিও গেমের কোড তৈরি করেছিলেন এলন। পরে যা প্রায় $ 500-এ বিক্রি করেছিলেন। সেই থেকেই সরস্বতীর ওপর ভরসা করে তাঁর লক্ষ্মীপ্রাপ্তি শুরু।
Elon Musk buys Twitter: মাস্কের হাতে ট্যুইটার
সম্প্রতি মাস্কের মালিকানায় ট্যুইটার যেতেই শুরু হয়েছে জোর জল্পনা। ট্যুইটারে অনিশ্চিত হয়ে পড়েছে সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ। রিসার্চ ফার্ম ইকুইলারের মতে, এই পরিস্থিতিতে পরাগ আগরওয়ালকে ট্যুইটারের দায়িত্ব থেকে সরালে আনুমানিক $42 মিলিয়ন ডলার দিতে হবে। সেই ক্ষেত্রে নিয়োগের ১২ মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হতে পারে পরাগ আগরওয়ালকে। 2021 সালের নভেম্বরে জ্যাক ডরসির কাছ থেকে ট্যুইটারের দায়িত্ব নেন আগরওয়াল।
Twitter Elon Musk deal: কর্মী ছাঁটাই নিয়ে কী বলছেন মাস্ক ?
ইতিমধ্যেই ট্যুইটারের ব্যাবস্থাপক কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন মাস্ক। এলন জানিয়ে দিয়েছেন , ট্যুইটারের ম্যানেজমেন্টের ওপর তাঁর কোনও আস্থা নেই। শোনা যাচ্ছে, পরাগ আগরওয়ালের ওপর ভরসা রাখতে পারছে না ট্যুইটারের ম্যানেজিং বোর্ড। এখনও পর্যন্ত মাইক্রো ব্লগিং প্লাটফর্মকে সেভাবে লাভের মুখ দেখাতে পারছেন না আগরওয়াল। সেই কারণেই ট্যুইটারএলন মাস্কের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস।
আরও পড়ুন : Twitter Elon Musk deal: মালিক পদে মাস্ক ! চাকরি যাচ্ছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালের ?