(Source: ECI/ABP News/ABP Majha)
VietJetAir Offer: ২৬ টাকায় বিমান সফর! চলছে টিকিট বিক্রি
Airfare Discount: ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশেষ মূল্যের এই টিকিট বিক্রি
নয়াদিল্লি: একদিকে আকাশছোঁয়া বিমান জ্বালানির মূল্য। ভারতীয় বাজারে ক্রমশ বাড়ছে বিমানের ভাড়া। সেই সময়েও আপনি মাত্র ২৬ টাকায় পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ। এই সুযোগ এনে দিচ্ছে ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট (VietJet)। একটি বিশেষ অফার চালু করা হয়েছে সংস্থার তরফে।
কত দাম:
ভিয়েতজেট এয়ারলাইন্স যে টিকিট বিক্রি করছে তার দাম শুরু হচ্ছে ৭৭০০ ভিয়েতনামি ডং থেকে। এ বার এই পরিমাণ ভিয়েতনামি মুদ্রাকে যদি আমরা ভারতীয় টাকায় রূপান্তরিত করি, তাহলে ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ২৬ টাকার আশেপাশে।
View this post on Instagram
কবে বিক্রি:
নাম দেওয়া হয়েছে সোনালি সপ্তাহ। ৭ জুলাই থেকে শুরু হয়েছে, ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশেষ মূল্যের এই টিকিট বিক্রি। ভিয়েতজেটের ওয়েবসাইট www.vietjetair.com-এ গিয়ে গ্রাহকরা এই টিকিট কিনতে পারবেন। এছাড়া, ভিয়েতজেট এয়ারের মোবাইল অ্যাপ বা ফেসবুকের বুকিং সেকশন থেকেও টিকিট কেনা যাবে। ভিয়েতজেটের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ দামের টিকিট ভিয়েতনামের অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক রুট-দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, "প্রচারমূলক টিকিট ভারত, কোরিয়া প্রজাতন্ত্র, জাপান, ইন্দোনেশিয়া (বালি), থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার আকর্ষণীয় গন্তব্যের জন্য। ফ্লাইটের সময়কাল ১৫ অগাস্ট, ২০২২ থেকে ২৬ মার্চ, ২০২৩ পর্যন্ত হবে। তবে এখানে জাতীয় ছুটির দিন অন্তর্ভুক্ত করা হয় না।'