Online Shopping: ভাগ্য খুলল ক্রেতার! আইফোন ১৩ অর্ডার দিয়ে পেলেন ১৪ হ্যান্ডসেট
Flipkart Online Shopping: উত্সব মরসুমে ভাগ্য খুলল ক্রেতার। আইফোনের পুরনো মডেলের অর্ডার দিয়ে হাতে পেলেন iPhone 14।
Flipkart Online Shopping: উত্সব মরসুমে ভাগ্য খুলল ক্রেতার। আইফোনের পুরনো মডেলের অর্ডার দিয়ে হাতে পেলেন iPhone 14। যা স্বাভাবিকভাবেই চমকে দেয় তাঁকে।
উত্সব মরসুম শুরু হওয়ার সাথে সাথে, দেশের প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন Amazon, Flipkart, Mesho শুরু করেছে উত্সব অফার। ক্রেতারা এই উত্সবের অফারে অনলাইনে অনেক কেনাকাটা করেছেন। সম্প্রতি এমনই এক ক্রেতার কেনাকাটির খবর উঠে এসেছে সংবাদের শিরোনামে। ফ্লিপকার্ট থেকে আইফোন 13 অর্ডার দিয়ে iPhone 14 ডেলিভারি পেয়েছেন ওই ব্যক্তি।
টুইট করে গ্রাহকের দেওয়া তথ্য
ইতিমধ্যেই তাঁর টুইটার হ্যান্ডেলে এই সম্পর্কে তথ্য শেয়ার করেছেন অশ্বিন হেগড়ে নামের ওই ক্রেতা। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একজন ইউজার অর্ডারের স্ক্রিনশটও শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, আমার একজন ফ্যান ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজে বিক্রির সময় নিজের জন্য একটি আইফোন 13 অর্ডার করেছিলেন। তবে ডেলিভারির সময় iPhone 13-এর পরিবর্তে কোম্পানি ভুল করে iPhone 14 পাঠিয়েছে।
ফ্লিপকার্ট নিয়ে ট্রোল শুরু হয়েছে ইতিমধ্যেই
এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, অনেক ব্যবহারকারী ওই ব্যক্তি সম্পর্কে মনত্ব্য করতে শুরু করেছেন। ফ্লিপকার্টের এই ভুলের কারণে গ্রাহক লটারি পেয়েছেন। একই সময়ে, কিছু ব্যবহারকারী এই বিষয়ে কোম্পানিকে ট্রোল করেছে। সেখানে তাঁরা লিখেছে, এটি কোনও প্রথম ঘটনা নয়, এর আগেও কোম্পানি গ্রাহকের কাছে ভুল প্যাকেজ পৌঁছে দিয়েছে। আজকাল এমন ঘটনা স্বাভাবিক হয়ে উঠেছে। একই সময়ে, কিছু ব্যবহারকারী আইফোন 13 ও আইফোন 14 এর একই ডিজাইনের জন্য অ্যাপল কোম্পানিকেও ট্রোল করেছেন।
বিষয়টি স্পষ্ট করেছে ফ্লিপকার্ট
সম্প্রতি Flipkart অনেক iPhone অর্ডার বাতিল করেছে। এরপর ব্যবহারকারীদের কড়া সমালোচনার শিকার হতে হয়েছে কোম্পানিকে। সংস্থা এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছে, সারা দেশে প্রায় ৭০ শতাংশ আইফোন অর্ডার সফলভাবে কোম্পানির কাছ থেকে সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে, আগামী কয়েক দিনের মধ্যে অনেক অর্ডার ডেলিভারি করা হবে। তবে সংস্থা আরও জানিয়েছে, কিছু ত্রুটির কারণে মাত্র ৩ শতাংশ অর্ডার বাতিল করতে হয়েছে।
আরও পড়ুন : iPhone 14 Plus: ভারতে আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে, দাম কত?