Susim Dutta Death : প্রয়াত ভারতীয় শিল্প জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সুসীম মুকুল দত্ত
Business News: ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সুসীম মুকুল দত্ত।

Business News: মুম্বইয়ে প্রয়াত ভারতীয় শিল্প জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সুসীম মুকুল দত্ত (Susim Dutta Death)। ১৯৫০ সালে হিন্দুস্তান লিভার (HUL) থেকে তাঁর কেরিয়ারের শুরু। তারপর ৪ যুগের দীর্ঘ কর্মজীবন। ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সুসীম মুকুল দত্ত।
বাঙালি শিল্পকর্তা দিয়েছেন নেতৃত্ব
হিন্দুস্তান ইউনিলিভারের একুশটিরও বেশি সংস্থায় নেতৃত্ব দিয়েছেন এই বাঙালি শিল্পকর্তা। একাধিক সংস্থার নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন। তালিকায় রয়েছে IL&FS ইনভেস্টমেন্ট ম্যানেজারস লিমিটেড, টাটা ট্রাস্টি, ফিলিপ্স ইন্ডিয়া, ক্যাসট্রল ইন্ডিয়া। পিয়ারলেস জেনারেল ফিনান্সের সঙ্গে যুক্ত ছিলেন সুসীম মুকুল দত্ত। FMCG ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারের বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বিভিন্ন শিল্প ক্ষেত্রের কাজের অভিজ্ঞতা ছিল সুসীম মুকুল দত্তের।
নিজের দক্ষতায় দেখিয়েছিলেন রেজাল্ট
তার মেয়াদকালে, তিনি বৈচিত্র্যময় এফএমসিজি সেক্টরে নানান নতু নপ্রোডাক্ট নিয়ে আসেন। অনেক কোম্পানিকে মার্জ ও অধিগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে ব্রুক বন্ড-লিপটন চা চুক্তি। তিনি লুব্রিকেন্ট তৈরির কোম্পানি ক্যাস্ট্রল ইন্ডিয়ার চেয়ারপারসন হিসাবে বেশ কয়েক বছর কাজ করেন। পরে ২০১৯ সালে কোম্পানির চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করেন তিনি।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।
HUL এবং Castrol India ছাড়াও তিনি বিভিন্ন ক্ষেত্রের অনেক শীর্ষস্থানীয় কোম্পানিতে বিশিষ্ট পদে কাজে করেছেন:
- চেয়ারম্যান, IL&FS ইনভেস্টমেন্ট ম্যানেজারস
- চেয়ারম্যান, ফিলিপস ইন্ডিয়া লিমিটেড
- চেয়ারম্যান, হিন্দুস্তান লিভার লিমিটেড
তিনি রাবো ইন্ডিয়া ফাইন্যান্স লিমিটেড, পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং অতুল লিমিটেডের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দত্ত ফিলিপস ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, ভোরুকা পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং ওকহার্ট হাসপাতাল লিমিটেডের মতো কোম্পানিতে সিইও হিসেবে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছিলেন।






















