Free Aadhaar Update: ১৪ জুন শেষ নয়, ফের বাড়ল আধার কার্ড আপডেটের সময়সীমা
Aadhaar Card Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে এখন আধার (Free Aadhaar Update) ব্যবহারকারীরা ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন।
Free Aadhaar Card Update Deadline Extended: সাধারণ মানুষদের জন্য স্বস্তির খবর। বলা ভাল, জরুরি খবর। আবারও বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা (Free Aadhaar Update) বাড়াল UIDAI সংস্থা। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল যে, আগামী ১৪ জুনের মধ্যেই বিনামূল্যে আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে হত। তবে এবার এই সময়সীমা বাড়ল। ১৪ জুন নয়, এবার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে।
UIDAI কী জানিয়েছে
আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে এখন আধার (Free Aadhaar Update) ব্যবহারকারীরা ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। এখনকার দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি যা সরকারি সমস্ত প্রকল্প, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে টিকিট বুকিং সমস্ত কাজেই ব্যবহৃত হয়। এই আধার কার্ডে ব্যক্তির জন্মতারিখ, বয়স, নাম, পিতার নাম, ঠিকানার সঙ্গে সঙ্গে একটি মৌলিক আধার নম্বরের উল্লেখ থাকে। এতে বায়োমেট্রিক তথ্যও সেভ করা থাকে।
১০ বছরের পুরনো আধার আপডেট করতে হবে
UIDAI সমস্ত নাগরিকদের পরামর্শ দিয়েছে যে, যদি তাদের আধার কার্ড (Free Aadhaar Update) ১০ বছর বা তারও বেশি আগে করানো হয়ে থাকে, তাহলে তা আবার আপডেট করিয়ে নিতে হবে। ডেমোগ্রাফিক তথ্য আপডেটের জন্য আপনাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। মনে রাখবেন, বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে অনলাইনেই পাওয়া যায়। কোনও আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করানোর জন্য আপনাকে নির্দিষ্ট ফি দিতে হবে।
অনলাইনে এভাবে আপডেট করুন আপনার আধার
প্রথমেই আপনাকে এর জন্য যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই।
আপনার মোবাইল নম্বরের সাহায্যে ওটিপি লিখে এখানে লগ ইন করতে হবে।
এরপরে আপনার সমস্ত বিবরণ যেমন ঠিকানা দেখে নিতে হবে ঠিক আছে কিনা।
তবে কোনও পরিবর্তন করতে চাইলে সেই অপশন বেছে নিতে হবে।
এই বিষয়টি সংশোধন করতে প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর সাবমিট বাটনে চাপ দিন।
এরপরে আপনি একটি ১৪ সংখ্যার আপডেট রিকোয়েস্ট নম্বর পাবেন যা দিয়ে আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি।
আরও পড়ুন: IRDAI: জীবনবিমার বিনিময়েই ঋণ পাবেন গ্রাহক, কী সুবিধে দিচ্ছে IRDAI ?