Gautam Adani: আদানি গ্রুপে কী দায়িত্ব গৌতম আদানির দুই ছেলের ? চমকে দেবে আদানি-পুত্রদের মোট সম্পদ
Gautam Adani Sons: গৌতম আদানির দুই ছেলেই এই বিরাট ব্যবসা সামলান নিজেরা। করণ আদানির দায়িত্বে আছে আদানি পোর্ট এবং SEZ সংস্থা। আদানি ডিজিটাল ল্যাব, আদানি এয়ারপোর্ট হোল্ডিং-এর ডিরেক্টর পদে আছেন জিত আদানি।
Adani Group: সারা ভারতের ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি (Gautam Adani)। সারা বিশ্বের ধনীদের নিরিখেও শীর্ষে আছে গৌতম আদানির নাম। সামান্য একটা ছোট সংস্থাকে আন্তর্জাতিক বাজারে উন্নীত করেছেন তিনি। আদানি গ্রুপের মালিক প্রতিষ্ঠাতা গৌতম আদানির জীবনযাপন, সম্পদ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতুহলের শেষ নেই। আদানি গ্রুপে দায়িত্ব পালন করেন গৌতম আদানির দুই ছেলেও। ছেলেদের নাম করণ আদানি (Karan Adani) ও জিত আদানি (Jeet Adani)। এই আদানি-পুত্রদের মোট সম্পদের পরিমাণ কত ?
গৌতম আদানি ভারতের ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে
সারা বিশ্বের নিরিখে ধনীদের তালিকায় ১৭তম স্থানে আছেন গৌতম আদানি, ভারতের ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানেই আছে আদানির নাম। ফোর্বসের সমীক্ষা অনুসারে গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। তাঁর নেতৃত্বেই আদানি গ্রুপের বাজার মূলধন বেড়ে হয়েছে ২৪২.৭৩ বিলিয়ন ডলার। গুজরাত বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা শুরু হয়, স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে তিনি তাঁর বাবার ব্যবসায় মনোনিবেশ করেন। আর আজ সেখান থেকে আদানি গ্রুপের (Adani Group) অধীনে এনার্জি, বন্দর, মাইনিং, গ্যাস, ডিফেন্স, এয়ারোস্পেস, এয়ারপোর্ট সেক্টরের ব্যবসা রয়েছে।
আদানি পোর্ট ও SEZ-এর দায়িত্ব সামলান করণ আদানি
গৌতম আদানির দুই ছেলেই এই বিরাট ব্যবসা সামলান নিজেরা। করণ আদানি বড় ছেলে, তাঁর দায়িত্বে আছে আদানি পোর্ট এবং SEZ সংস্থা। করণ আদানি এই দুই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। মার্কিন যুক্তরাষ্ট্রের পারডিউ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন করণ আদানি। এছাড়াও আদানি এয়ারপোর্ট হোল্ডিং, অম্বুজা সিমেন্টস, এসিসি লিমিটেডের ডিরেক্টর করণ আদানি (Adani Group)। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২ বিলিয়ন ডলার। পরিধি শ্রফের সঙ্গে তাঁর বিবাহ হয়েছে এবং তাঁদের এক কন্যা আছে যার নাম অনুরাধা।
জিত আদানির ঘাড়ে কী দায়িত্ব
গৌতম আদানির ছোট ছেলে জিত আদানির মূলত আদানি গ্রুপের ফিনান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদ সামলান। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে জিত আদানি। এছাড়াও আদানি ডিজিটাল ল্যাব, আদানি এয়ারপোর্ট হোল্ডিং-এর ডিরেক্টর পদে আছেন জিত আদানি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election: ভোটের মাঝেই ১৭০০০ কোটি তুলে নিল বিদেশি বিনিয়োগকারীরা, কী হবে শেয়ার বাজারে ?