Gold Price Today : ধনতেরসে সোনার দামের ট্রেন্ড কোনদিকে? আজ বাংলায় কত হল সোনা-রুপোর দাম?
লক্ষ্মীপুজোর পর সকলে এখন ধনতেরস ও কালীপুজোর অপেক্ষায়। এই সময় সোনা কেনার প্রবণতা বাড়ে। তবে গত মাস খানের সোনার দাম কমেনি , বরং বেড়েই গিয়েছে উল্লেখযোগ্য হারে।

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। তার উপর চলছে উৎসবের মরসুম। লক্ষ্মীপুজোর পর সকলে এখন ধনতেরস ও কালীপুজোর অপেক্ষায়। এই সময় সোনা কেনার প্রবণতা বাড়ে। তবে গত মাস খানের সোনার দাম কমেনি , বরং বেড়েই গিয়েছে উল্লেখযোগ্য হারে।
দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
এক নজরে আজকের সোনার দাম ( ৭ অক্টোবর ) :
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২০০১ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৪০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৯২০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৩৬০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৫০৩২৫ |
এই রেটচার্ট পাওয়া গিয়েছে, *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
সোনার গয়না কেনার হলমার্ক দেখে নেন তো?
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে।
- সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
- ২২ ক্যারাট সোনা দিয়ে মূলত গয়না তৈরি হয়।
- যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
- গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য কী ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়। যেমন White Gold-এর ক্ষেত্রে সাধারণত রূপো বা প্যালাডিয়াম ব্যবহার করা হয়। রোজ গোল্ড তৈরিতে ব্যবহার হয় তামা।
- হিরে বা সেটিংয়ের গয়না তৈরিতে ১৮ ক্যারাটের সোনা লাগে। এছাড়াও এখন আরও কম ক্যারেটের সোনা এখন বেরিয়েছে। তা দিয়ে লাইট-ওয়েট পকেট-ফ্রেন্ডলি জুয়েলারি তৈরি হয়।






















