Gold Rate Today: তরতরিয়ে বাড়ছে সোনার দাম, আজ কত খরচ হবে ১ ভরিতে ?
Gold Silver Price Today: গত সপ্তাহের একইদিনে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮৫৯১ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম পিছু ৮১৬৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে এক ভরিতে সোনার দাম বেড়েছে ২১ টাকা।

Gold Silver Rate: আজ বুধবার ৫ মার্চ সকালের বাজারে সোনার দাম অনেকটাই বেড়ে গেল। গতকালের থেকেও দাম (Gold Silver Price) বাড়ল আজকের বাজারে। এখন থেকে বাংলার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম পড়বে প্রতি গ্রামে ৮৬১২ টাকা আর ২২ ক্যারাট গয়নার সোনার দাম (Gold Price Today) প্রতি গ্রামে এখন ৮১৮৫ টাকা। অর্থাৎ গতকালের থেকে এই ২৪ ক্যারাটের দাম গ্রাম পিছু ৫৪ টাকা অর্থাৎ এক ভরিতে ৫৪০ টাকা বেড়ে গিয়েছে।
গত সপ্তাহের একইদিনে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮৫৯১ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম পিছু ৮১৬৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে এক ভরিতে সোনার দাম বেড়েছে ২১ টাকা। অন্যদিকে রুপোর দামেও এসেছে বদল। গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে রুপোর দাম কেজিতে প্রায় ২ হাজার টাকা বেড়ে গিয়েছে। বাংলায় আজ সোনা রুপোর দাম দেখে নিন।
আজকের সোনার দাম (৫ মার্চ ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৬১২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৮৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৮৩৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৭২০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৬,৩০৫ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Stock Market: স্টক মার্কেটে ট্রেডিং করেন ? এপ্রিল থেকে বড় বদল আসছে এই নিয়মে; কী জানাল NSE ?






















