IRCTC Stake Sell: আইআরসিটিসি-র ৫ শতাংশ শেয়ার বিক্রি করবে সরকার, কত ছাড় পাবেন জানেন ?
RCTC Share Price: রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র পর ফের IRCTC-র ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে সরকার।
IRCTC Share Price: রাষ্ট্রায়ত্ত সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র পর ফের IRCTC-র ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে সরকার। স্টক এক্সচেঞ্জে অফার ফর সেলের মাধ্যমে বৃহস্পতি ও শুক্রবার এই শেয়ার বিক্রি করা হবে। সরকার আইআরসিটিসি শেয়ার বিক্রির জন্য প্রতি শেয়ার পিছু ৬৮০ টাকা ফ্লোর প্রাইস রেখেছে।
IRCTC শেয়ারে ৭ শতাংশ ছাড়ে পাওয়া যাবে!
বুধবার IRCTC শেয়ার 1.67 শতাংশ বেড়ে 734.90 টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ, বুধবারের শেষ মূল্য থেকে 7% ছাড়ে বিনিয়োগকারীদের কাছে IRCTC শেয়ার বিক্রি করতে চলেছে সরকার৷ বিক্রয়ের অফারে 4 কোটি শেয়ার বিডিংয়ের জন্য পাওয়া যাবে। নন রিটেল ইনভেস্টাররা 15 ডিসেম্বর বৃহস্পতিবার বিক্রয়ের জন্য এই অফারে অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে খুচরো বিনিয়োগকারীরা শুক্রবার শেয়ারের জন্য বিড করতে পারবেন। বিক্রয়ের জন্য অফারের 25 শতাংশ মিউচুয়াল ফান্ড ও বিমা কোম্পানিগুলির জন্য সংরক্ষিত করা হয়েছে । একই সঙ্গে খুচরো বিনিয়োগকারীদের জন্য 10 শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।
IRCTC স্টক ৩ বছরে ১০৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে
IRCTC-র আইপিও সেপ্টেম্বর ২০১৯-এ এসেছিল। সেই সময় বিনিয়োগকারীদের কাছ থেকে একটি দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছিল। বাজার আসার সময় কোম্পানি শেয়ার প্রতি ৩২০ টাকা মূল্যে আইপিও নিয়ে এসেছিল। স্টকটি ১৪ অক্টোবর ২০১৯-এ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল। তারপর থেকে IRCTC স্টক তার বিনিয়োগকারীদের ১০৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে। IRCTC হল প্রথম ই-কমার্স কোম্পানি যা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে৷
IRCTC Share Price: সরকার ক্রমাগত অংশীদারিত্ব হ্রাস করছে
আইআরসিটিসি হল ভারতীয় রেলওয়ের একটি সহায়ক সংস্থা, যার পোর্টালে রেলে ভ্রমণকারী যাত্রীরা ট্রেনের টিকিট বুক করতে পারেন। আইআরসিটিসি ট্রেনেও খাবার সরবরাহ করে। এর পাশাপাশি IRCTC অনেক ট্যুরিস্ট ট্রেনও চালায়। ২০১৯ সালে যখন আইপিও আসে, তার পরে সরকারের শেয়ার 87.40 শতাংশে নেমে আসে। এর পরে, সরকার আবার এর 20 শতাংশ শেয়ার বিক্রি করে। সেই অনুযায়ী বর্তমানে ভারত সরকারের আইআরসিটিসিতে 67.40 শতাংশ শেয়ার রয়েছে। বিক্রয়ের জন্য এই অফারটি শেষ হওয়ার পরে, সরকারের শেয়ার 62.40 শতাংশে নেমে আসবে। সরকার 2022-23 সালের বিনিয়োগ লক্ষ্যমাত্রা পূরণের জন্য অফার ফর সেলের মাধ্যমে IRCTC শেয়ার বিক্রি করতে চলেছে।
আরও পড়ুন : Railway Concession To Senior Citizen: ফের রেল ভাড়ায় ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা ? উত্তরে এই বললেন রেলমন্ত্রী