GPT Healthcare IPO: আজই শুরু সাবস্ক্রিপশন জিপিটি হেলথকেয়ারের, প্রাইস ব্যান্ড কত ? কিনবেন ?
IPO News: ভারতের প্রাইমারি মার্কেটে আজ থেকে সাবস্ক্রিপশন শুরু হল এই সংস্থার আইপিওর বিডিং। জিপিটি হেলথকেয়ার আইপিওতে শেষ বিড করা যাবে আগামী ২৬ তারিখ।
IPO Subscription: আজ ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হল জিপিটি হেলথকেয়ারের আইপিওর সাবস্ক্রিপশন। ভারতের প্রাইমারি মার্কেটে আজ থেকে সাবস্ক্রিপশন শুরু হল এই সংস্থার আইপিওর বিডিং। পরের সপ্তাহের সোমবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সাবস্ক্রিপশন খোলা থাকবে বিডারদের জন্য। মাল্টিস্পেশালিটি হাসপাতালের এই আইপিওর প্রাইস ব্যান্ড থাকছে ১৭৭ টাকা থেকে ১৮৬ টাকা প্রতি ইকুইটি শেয়ার পিছু।
বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বুক বিল্ড ইস্যু ইতিমধ্যেই নথিভুক্তকরণের আবেদন জানিয়েছে সংস্থা। বৃহস্পতিবার এই আইপিওর সাবস্ক্রিপশন শুরু হওয়ার আগেই অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে সংস্থা ১৫৭.৫৪ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে।
সাবস্ক্রিপশন শুরু
সাবস্ক্রিপশনের প্রথম দিনেই এর বুক বিল্ড ইস্যু ০.০১ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে আর এর রিটেইল অংশও একইভাবে ০.০১ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। এই পাবলিক ইস্যুর NII অংশটি ০.০২ গুণ সাবস্ক্রিপশন হয়েছে। আজকের সাবস্ক্রিপশন শুরু আগে জিপিটি হেলথকেয়ারের শেয়ার আজ গ্রে মার্কেটে ট্রেড করছিল। কোনও প্রিমিয়াম ছিল না, এমনকী কোনও ডিসকাউন্টও মেলেনি গ্রে মার্কেটে।
আইপিওর খুঁটিনাটি
জিপিটি হেলথকেয়ার মাল্টিস্পেশালিটি হাসপাতাল সংস্থা আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫২৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। জানা গিয়েছে এই সংস্থার আইপিওতে ৮০ টি শেয়ারের লট রয়েছে। অর্থাৎ ১ লট আইপিও কিনলে তাতে থাকবে ৮০টি শেয়ার। পাবলিক ইস্যুর ৩৫ শতাংশের জন্যেই কেবল খুচরো বিনিয়োগকারীরা বিড করতে পারবেন। বাকি অংশের মধ্যে ৫০ শতাংশ থাকবে প্রোমোটারদের জন্য, ১৫ শতাংশ থাকবে NII-দের জন্য। সংস্থার আইপিওর একেকটি শেয়ারের ফেসভ্যালু রয়েছে ১০ টাকা।
প্রাথমিকভাবে ৪০ কোটি টাকার নতুন শেয়ার ছাড়া হয়েছে বাজারে, আর বাকি ৪৮৫.১৪ কোটি টাকার শেয়ার সংস্থার পক্ষ থেকে অফার ফর সেল (OFS)-এ ছাড়া হবে।
কবে অ্যালটমেন্ট
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইপিওতে বিড করা যাবে। তারপর ২৭ ফেব্রুয়ারিতে অ্যালটমেন্ট দেওয়া হবে বিনিয়োগকারীদের।
কবে লিস্টিং
আশা করা হচ্ছে বিডিং শেষ হওয়ার তিনদিনের মধ্যেই বাজারে নথিভুক্ত হতে পারে জিপিটি হেলথকেয়ারের শেয়ার। অর্থাৎ আগামী ২৯ ফেব্রুয়ারি বাজারে নথিভুক্ত হতে পারে এই শেয়ার।
স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সম্পর্কিত এই জিপিটি হেলথকেয়ারের অধীনে সারা দেশে মোট ৪টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল চলে যার অধীনে মোট ৫৬১টি শয্যা রয়েছে। ১৫টি স্পেশালিটি সেক্টরে এই হাসপাতালগুলিতে চিকিৎসা হয়।
আরও পড়ুন: Amazon India: ভারতে 'বাজার' খুলবে আমাজন, জামা-জুতো-গয়না মিলবে সস্তায়