Home Loan Interest Rate: হোম লোন নেবেন ভাবছেন ? এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কমল সুদের হার, কী সুবিধে পাবেন ?
Bank of Baroda Interest Rates: ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় মুদালিয়র জানান, 'ব্যাঙ্ক অফ বরোদার নতুন হ্রাসপ্রাপ্ত সুদের হারে ঘর-বাড়ি কেনা এখন গ্রাহকদের পক্ষে অনেক সহজ হবে।

Bank of Baroda: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কমেছে হোম লোনের উপর সুদের হার। গতকাল সোমবারই এই তথ্য জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। সুদের হার বদলানোর (Home Loan Interest Rate) পরে এই ব্যাঙ্কে এখন হোম লোনের উপর সুদের হার (Bank of Baroda) ধার্য করা হবে ৮.৪০ শতাংশের বদলে ৮ শতাংশ। ব্যাঙ্ক জানিয়েছে যে এই নতুন সুদের হার কেবলমাত্র (Home Loan) নতুন হোম লোন এবং হোম ইম্প্রুভমেন্ট লোনের জন্য প্রযোজ্য হবে।
রেপো রেট কমানোর সুবিধে
ব্যাঙ্ক অফ বরোদা সোমবার ৫ মে একটি বিবৃতিতে জানিয়েছে যে এই নতুন সুদের হার ১৫ লক্ষ বা তাঁর বেশি অঙ্কের ঋণের উপরে প্রযোজ্য হবে। এর সঙ্গে এই সুদের হার নির্ভর করবে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরের উপরেও। এই ব্যাঙ্ক আরও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে বর্তমান ঋণগ্রহীতাদেরও অনেক সুবিধে হয়েছে। এখন এই ব্যাঙ্ক মহিলা ঋণগ্রহীতাদের জন্য সুদের হারে ১০ বেসিস পয়েন্ট ছাড় দিয়েছে এবং ৪০ বছর বয়সের কম বয়সী ঋণগ্রহীতাদের জন্য একইভাবে ১০ বেসিস পয়েন্ট ছাড় দিচ্ছে হোম লোনের সুদের হারে।
এখন বাড়ি কেনা অনেক সাশ্রয়ী হবে
ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় মুদালিয়র জানান, 'ব্যাঙ্ক অফ বরোদার নতুন হ্রাসপ্রাপ্ত সুদের হারে ঘর-বাড়ি কেনা এখন গ্রাহকদের পক্ষে অনেক সহজ হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিভাগের ক্ষেত্রে আমরা ছাড়ও দিচ্ছি এই সুদের হারে। আর এই নতুন সুদের হার ঘর কিনতে ইচ্ছুক গ্রাহকদের কাছে সাশ্রয়ী ঋণের সুবিধে দিতে বদ্ধপরিকর থাকবে এবং দায়পালন করবে। এছাড়া প্রতিযোগিতামূলক বাজারে কম ঋণের সুদের হারের সুবিধেও এনে দেবে।'
ঋণ স্থানান্তর এখন অনেক সহজ
ব্যাঙ্ক অফ বরোদার হোম লোন ব্যালেন্স ট্রান্সফার প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে। কোনও গ্রাহক অন্য কোনও ব্যাঙ্ক বা এনবিএফসি থেকে ঋণ নিয়ে থাকলে তিনি এখন সহজেই ব্যাঙ্ক অফ বরোদায় দ্রুত প্রক্রিয়াকরণ ও স্বল্প নথির ব্যবহারে ঋণ স্থানান্তর করতে পারবেন যাতে তারাও কম সুদের হারে ঋণ নেওয়ার সুবিধে নিতে পারেন এই ব্যাঙ্ক থেকে।






















