Upcoming IPO: LIC-র রেকর্ড ভেঙে দেবে এই সংস্থা, আনছে দেশের সবথেকে বড় আইপিও
Hyundai India IPO; হুন্ডাই ইন্ডিয়ার এই আইপিওর সাইজ হতে চলেছে ৩০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৫ হাজার কোটিরও বেশি। LIC India-র রেকর্ডও ভেঙে দিতে চলেছে এই সংস্থা।
Hyundai India IPO: ভারতীয় শেয়ার বাজারের বিগত কয়েক সপ্তাহের একটানা র্যালির সঙ্গে সঙ্গে আইপিওর মাত্রাও পাল্লা দিয়ে বেড়েছে। মুনাফাও এসেছে ভরপুর কিছু কিছু আইপিওতে। এই বছর সবথেকে বেশি সংখ্যক আইপিও (IPO News) এসেছে দেশীয় বাজারে। এরই মধ্যে একটি নতুন আইপিও আসার কথা জানা গিয়েছে যা কিনা এর আগে এলআইসির রেকর্ডকেও ভেঙে দেবে। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এই আইপিও। গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই ইন্ডিয়া (Hyundai India IPO) এবার আইপিও আনতে চলেছে।
হুন্ডাইয়ের আইপিওতে অনুমোদন দিয়েছে সেবি
একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল সংস্থা হুন্ডাই এবারে ভারতের বাজারে তাদের স্থানীয় ইউনিটের একটি আইপিও আনতে চলেছে। বাজার নিয়ন্ত্রক সেবির কাছ থেকেও এবার এই আইপিও অনুমোদন পেল। তবে সেবি কিংবা হুন্ডাই কেউই এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ভারতের বাজারে সেরা তিনে উঠে আসে নাম
ভারতের গাড়ির বাজারে সেরা তিন সংস্থার মধ্যেই উঠে আসে হুন্ডাই ইন্ডিয়ার নাম। আজ থেকে তিন মাস আগেই হুন্ডাই ইন্ডিয়া সেবির কাছে আইপিও আনার আবেদনের ড্রাফট জমা করেছিল। হুন্ডাই ইন্ডিয়া এই আইপিও আনার জন্য জেপি মর্গ্যান, সিটিগ্রুপ, এইচএসবিসি ইত্যাদি বড় বড় ব্যাঙ্কারকে বুক রানিং লিড ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে।
কত বড় ইস্যু সাইজ হবে এই আইপিওর
এর আগে রয়টার্স সংবাদমাধ্যম সংস্থা কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল যে হুন্ডাই ইন্ডিয়ার এই আইপিওর সাইজ হতে চলেছে ৩০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৫ হাজার কোটিরও বেশি। এর আগে দেশে সবথেকে বড় আইপিও এনেছিল দেশীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি। ২১ হাজার কোটি টাকার আইপিও এনেছিল এই সরকারি বিমা সংস্থা। ২০২২ সালের মে মাসে এই আইপিও আসার পর এবার সেই রেকর্ড সম্ভবত ভেঙে দিতে চলেছে হুন্ডাই ইন্ডিয়া। ফলে এবার ভারতের সবথেকে বড় আইপিও আনতে চলেছে হুন্ডাই ইন্ডিয়া।
২০ বছর পরে আবার কোনও গাড়ি নির্মাতা সংস্থার আইপিও আসছে
হুন্ডাই ইন্ডিয়া জানিয়েছে যে তারা তাদের এই আইপিওর মাধ্যমে ভারতীয় বাজার থেকে ৩০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায়। আর হুন্ডাইয়ের এই আইপিও মূলত দুই দশক পরে কোনও ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থার আইপিও হতে চলেছে। এর আগে ২০০৩ সালে মারুতি সুজুকির আইপিও এসেছিল ভারতের বাজারে। হুন্ডাইয়ের বৈশ্বিক ব্যবসার ক্ষেত্রে ভারত একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পঅর ভারত থেকেই সবথেকে বেশি রাজস্ব আদায় করে হুন্ডাই।
আরও পড়ুন: Online Shopping: অনলাইনে মুদি-বাজারে মজছেন ক্রেতারা? শহুরে কেনাকাটার ছন্দে বদল?