Income Tax: আয়কর আইনে আসবে বদল ! ই-পোর্টালে আপনিও রাখতে পারেন প্রস্তাব
Income Tax Return: কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই আয়কর আইন পর্যালোচনা করার কথা জানিয়েছিল।
Income Tax Rules: আপনি যদি আয়কর আইনে বদল চান বা কোনু পরিবর্তন আশা করেন তাহলে সেই আয়কর আইন সহজতর করতে আপনিও এবার থেকে ই-ফাইলিং পোর্টালে (E-Filing Portal) নিজের পরামর্শ বা মতামত রাখতে পারেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ১৯৬১ সালে তৈরি হওয়া আয়কর আইন পর্যালোচনা করার জন্য একটি আভ্যন্তরীণ কমিটি (Income Tax Act) গঠন করেছে। এই বিষয়ে সমস্ত স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে।
আয়কর আইনের পর্যালোচনা
কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই আয়কর আইন পর্যালোচনা করার কথা জানিয়েছিল। অর্থমন্ত্রীর এই ঘোষণা অনুসারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস আয়কর আইন ১৯৬১-র সামগ্রিক পর্যালোচনার জন্য একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করতে চলেছে। এর উদ্দেশ্য হল কর আইনকে সংক্ষিপ্ত করা, স্পষ্ট ও সহজবোধ্য করে দেওয়া, বিরোধ, আইনি জটিলতা ইত্যাদি হ্রাস করা ও করদাতাদের জন্য আইনে সর্বাধিক নিশ্চয়তা আনা।
চালু করা হয়েছে ওয়েবপেজ
সিবিডিটি মূলত চারটি বিভাগে মানুষের কাছ থেকে পরামর্শ চাইছে। এর মধ্যে রয়েছে ভাষাকে সরলীকরণ করা, আইনি বিরোধিতা কমানো, সমস্ত রকম জটিলতা দূর করা, অপ্রয়োজনীয় নীতি সরিয়ে দেওয়া। আর এই পরামর্শ দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য আয়কর ই-ফাইলিং পোর্টালে একটি ওয়েব পেজ চালু করা হয়েছে যা এই লিঙ্ক অ্যাক্সেস করতে পারে। https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/ita-comprehensive-review এই লিঙ্ক থেকে পরামর্শ রেখে আসতে পারবেন গ্রাহকরা।
সাধারণ নাগরিকরাও পরামর্শ দিতে পারেন
অর্থমন্ত্রকের মতে, স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ, ও সাধারণ নাগরিকদের পরামর্শ চাওয়া হয়েছে সিবিডিটির মতে। ৬ অক্টোবর থেকে লিঙ্কটি আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে দেখা যাবে। স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিকরা ওটিপির মাধ্যমে তাদের নাম, মোবাইল নম্বরের সাহায্যে বৈধতা যাচাই করে নিজের মত প্রকাশ করতে পারেন। শেয়ার বাজারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ের সিকিউরিটিজ ট্রান্সাকশন ট্যাক্স, টিডিএস রেট সহ প্রত্যক্ষ আয়কর সমস্ত ক্ষেত্রে 'বিবাদ সে বিশ্বাস ২০২৪' স্কিমে বদল আনা হয়েছে আর এই বদল কার্যকর হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Samsung: মাসে ৫ হাজার টাকা ইনসেনটিভের ঘোষণা, কর্মীদের খুশি করতে বড় সিদ্ধান্ত এই সংস্থার