Railway Luggage Charges: ট্রেনে বিনামূল্যে কত লাগেজ নিতে পারবেন জানেন ? অতিরিক্ত ওজনে বড় জরিমানা
Indian Railways: ট্রেনে সফর করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়। নিয়মের অতিরিক্ত লাগেজ নিলেই জরিমানা দিতে হবে রেলে।
Indian Railways: ট্রেনে সফর করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়। নিয়মের অতিরিক্ত লাগেজ নিলেই জরিমানা দিতে হবে রেলে। সেই ক্ষেত্রে আপনি কতটা লাগেজ নিতে পারবেন আগে, জেনে নিন এখানে।
Railway Luggage Charges: রেলওয়ে নিল কড়া পদক্ষেপ
আপনি বিমানে ভ্রমণ করলে বিনামূল্যে মাত্র কয়েক কেজি লাগেজ বহন করতে পারবেন। নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ বহন করার জন্য যাত্রীদের টিকিটের পাশাপাশি অতিরিক্ত চার্জ দিতে হবে। এখন ট্রেনে ভ্রমণের সময়ও একই নিয়ম প্রযোজ্য। যাত্রীরা যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করেন, তবে তাদের জরিমানা ধার্য করবে রেল।
Indian Railways: একজন যাত্রী কত লাগেজ নিতে পারবেন ?
১ যেসব রেল যাত্রীদের টিকিট এসি ফার্স্ট ক্লাসের তারা বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।
২ আপনি যদি এসি সেকেন্ড ক্লাসে ভ্রমণ করেন, তাহলে বিনামূল্যে ৫০ কেজি লাগেজ বহন করতে পারবেন।
৩ এসি থার্ড ক্লাসের টিকিটে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
৪ স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি ও সেকেন্ড ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবেন।
৫ অর্থাৎ যাত্রীর যদি বৈধ টিকিট থাকে, তাহলে এই নির্দিষ্ট ওজনের লাগেজ বহনে তাদের কোনও ধরনের সমস্যা হবে না।
Railway Luggage Charges: এ ছাড়াও যাত্রীরা তাদের সঙ্গে বগিতে 100CM×60CM×25CM (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতার) লাগেজ বহন করতে পারেন। তবে এর বেশি লাগেজের জন্য যাত্রীদের একটি ব্রেক ভ্যান বুক করতে হবে। দীর্ঘদিন ধরেই এই নিয়ম চলে আসছে। এতে নতুন কোনও পরিবর্তন করা হয়নি। মনে রাখবেন, যাত্রীদের ব্যাগেজ কাউন্টারে নির্ধারিত ওজনের বেশি বহন করলে অতিরিক্ত টাকা দিতে হবে। তা না করলে যাত্রীদের ৬ গুণ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।
আরও পড়ুন : Mobile Data Scraping: ফোন ফরম্যাটের পরও থেকে যায় ডেটা ? কীভাবে মুছবেন চিরতরে ?