ITR Filing: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা
ITR Filing Alert : আপনার হাতে রয়েছে আর মাত্র তিনদিন। এখনও 2022 সালের আয়কর রিটার্ন জমা না দিলে আর দেরি করবেন না।
ITR Filing Alert : আপনার হাতে রয়েছে আর মাত্র তিনদিন। এখনও 2022 সালের আয়কর রিটার্ন জমা না দিলে আর দেরি করবেন না। এর আগে 31 জুলাই শেষ তারিখ ছিল আয়কর রিটার্নের। এখনও যারা আইটিআর ফাইল করতে সক্ষম হননি, তাদের সুযোগ দিচ্ছে মোদি সরকার। তারা 5000 টাকা লেট ফি দিয়ে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত তাদের আইটিআর পূরণ করতে পারে। কিন্তু এর বাইরে দেরি হলে, আপনাকে দ্বিগুণ জরিমানা জমা দিতে হবে। যার অর্থ এই তারিখ পেরিয়ে গেলে 10,000 টাকা দিতে হবে জমাকারীকে।
Income Tax: ১ জানুয়ারি থেকে জরিমানা দ্বিগুণ করা হবে
31 ডিসেম্বরের মধ্যে আপনার ITR জমা দিন, অন্যথায় আগামী বছরের 1 জানুয়ারি 2023 থেকে জরিমানার পরিমাণ দ্বিগুণ অর্থাৎ 10,000 টাকা হতে চলেছে৷ মনে রাখবেন, যাদের জন্য আইটিআর অডিট প্রয়োজন এটি তাদের জন্য নয়। এতে এমন লোকদের ছাড় দেওয়া হয়েছে, যাদের মোট আয় ৫ লাখ টাকার বেশি নয়।
ITR Filing: জেনে নিন পুরো বিষয়
আইটি আইন অনুসারে, যাদের মোট আয় 5 লাখ টাকার বেশি নয়, তাদের জন্য লেট ফি মাত্র 1000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। এছাড়াও, দেরিতে আইটিআর জমা দেওয়ার ক্ষেত্রে, আপনাকে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে। তবে এই সুদ মাসিক ভিত্তিতে নেওয়া হয়। করের পরিমাণের উপর ১ শতাংশ পর্যন্ত সুদ ধার্য করা হয়।
Income Tax: আইটিআর জমা না দিলে কী হবে ?
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, আপনি যদি ইচ্ছাকৃতভাবে আইটিআর জমা না করেন, তাহলে বিভাগের চোখে আপনাকে খেলাপি বলে গণ্য করা হবে। এতে করদাতার ওপর রিপোর্ট না করা আয়ের ৫০ শতাংশের সমান জরিমানা ধার্য করা হবে। আপনার ৬ মাস থেকে ৭ বছরের জেল হতে পারে। কর ফাঁকির পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে ৩ মাস থেকে ২ বছরের মধ্যে জেল হবে।
আরও পড়ুন : PPF Rate Hike: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ-এর সুদের হারে বৃদ্ধি ! ২দিনেই আসছে খবর