ITR Filing: ৩১ জুলাইয়ের পরে ITR জমা করলেও হবে না জরিমানা ! কাদের ছাড় ?
ITR Filing Deadline: আয়কর আইন অনুসারে, কোনও করদাতা সময়সীমার মধ্যে কর জমা না করলে বা পরে জমা করলে সেই ITR ফাইলকে Belated ITR হিসেবে ধরা হয়। আর সেজন্য করদাতাকে এই দেরির কারণে ৫০০০ টাকা জরিমানা দিতে হয়।
Income Tax Return: ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সমস্ত করদাতাদের ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা (ITR Filing) করতে হবে, জমা করতে হবে ITR ফাইল (ITR Penalty)। তবে যারা এই সময়ের মধ্যে ITR জমা করবেন না, তাদের জরিমানা দিতে হতে পারে। তবে সবাইকে যে জরিমানা দিতে হবে তা নয়। ৩১ জুলাইয়ের পরে ITR জমা করলেও কিছু কিছু ব্যক্তিকে জরিমানা দিতে হবে না। আয়কর বিভাগ (ITR Rules) কত জরিমানা দিতে হবে তাঁর পরিমাণ এবং কাদের জরিমানা দিতে হবে না, তাদের সম্পর্কে স্পষ্ট জানিয়েছে।
সময়ে ITR না জমা দিলে কত জরিমানা দিতে হবে
১৯৬১ সালের আয়কর আইনের ২৩৪এফ ধারা অনুসারে, কোনও করদাতা সময়সীমার মধ্যে কর জমা না করলে বা পরে জমা করলে সেই ITR ফাইলকে Belated ITR হিসেবে ধরা হয়। আর সেই জন্য করদাতাকে এই দেরির কারনে ৫০০০ টাকা জরিমানা দিতে হয়। তবে যাদের বার্ষিক আয় ৫ লাখের মধ্যেই থাকে, তাদের ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা জরিমানা দিতে হবে। মনে রাখতে হবে এই জরিমানা দিতে নাও হতে পারে, যদি ITR ফাইলিংয়ের সময় কোনও কর প্রদেয় না থাকে। লেট ফাইনের টাকা জমা দেওয়ার চালান ITR-এ জুড়ে দিলে পরেই সেই ITR-কে বিলেটেড আইটিআর হিসেবে গণ্য করা হবে।
এই সমস্ত করদাতাকে কোনও জরিমানা দিতে হবে না
কিছু কিছু করদাতাকে কর রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করতে হয়। এরপরেও তাদের বার্ষিক আয়ের পরিমাণ কখনও কর-ছাড়ের সীমার বাইরে বেরোয় না। যদি কোনও করদাতার প্রদেয় কর কর ছাড়ের সীমার বাইরে না যায়, তাহলে তাঁকে কোনও জরিমানা দিতে হবে না।
২০১৯-২০ অর্থবর্ষে এই জরিমানার পরিমাণ ছিল ১০ হাজার টাকা প্রত্যেক করদাতার জন্য। সেখানে আবার টু-টায়ার স্ট্রাকচার ছিল এই জরিমানার। ৩১ ডিসেম্বরের আগে কর জমা করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হত আর ৩ মার্চের মধ্যেও যদি সেই করদাতা আইটিআর ফাইল না করতেন, তাহলে তাঁকে দিতে হত ১০ হাজার টাকা। ২০২০-২১ অর্থবর্ষে এই জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে কমিয়ে আনা হয় ৫০০০ টাকায়। তবে এবার সেই সময়সীমা কমে ৩১ ডিসেম্বরের জায়গায় হয়েছে ৩১ মার্চ এবং ৩ মার্চের জায়গায় হয়েছে ৩১ জুলাই।
আরও পড়ুন: Income Tax: ITR জমার সময় ভুল ? কতবার সংশোধন করা যায় জানেন ?