Khosla Electronics: কলকাতায় খুলে গেল খোসলা ইলেকট্রনিক্সের নতুন ফ্ল্যাগশিপ প্রিমিয়াম স্টোর, ১০ হাজার বর্গফুট জুড়ে পণ্যের পসরা
Khosla Electronics Premium Flagship Store: শহরের প্রাণকেন্দ্র বালিগঞ্জে তাদের একটি নতুন প্রিমিয়াম ১০ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করল খোসলা ইলেকট্রনিক্স।

কলকাতা: ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বাংলার সবথেকে বিশ্বস্ত নাম খোসলা ইলেকট্রনিক্স, শহরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান, বলা ভাল শহরের প্রাণকেন্দ্র বালিগঞ্জে তাদের একটি নতুন প্রিমিয়াম ১০ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাগশিপ শোরুমের জমকালো উদ্বোধন করল। আর এর মাধ্যমে বিলাসবহুল রিটেল বিক্রেতাদের ক্ষেত্রে একটি নতুন মাপকাঠি তৈরি করেছে খোসলা।
আর এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার উপস্থিতি এই উদ্বোধন অনুষ্ঠানটিকে আরও জমকালো করে তুলেছিল। এই অনুষ্ঠানে কলকাতার নামিদামি ব্যক্তিত্বদের উপস্থিতি একে স্মরণীয় করে তুলেছে।

এই অত্যাধুনিক শোরুমটি ভারতের সবথেকে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ গ্যাজেটগুলি প্রদর্শন করে, যা গ্রাহকদের এমন একটি অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা এনে দেয় যা অন্য কোনও ইলেকট্রনিক্স স্টোরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। উল্লেখ্য যে এই স্টোরে প্রথম দিনের তুমুল বিক্রি সংস্থার ইতিহাসে এক নয়া রেকর্ড গড়ে তুলেছে।

খোসলা ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা মনোজ ও মণীশ খোসলা, পরবর্তী প্রজন্মের খুশবু, প্রেরণা এবং বংশিকা খোসলা ব্যক্তিগতভাবে এদিন গ্রাহকদের অভ্যর্থনা করেন, স্বাগত জানান। তারা জানান, ‘বালিগঞ্জে আমাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৯০ সালে ১০০০ বর্গফুটের একটি স্টোরের মাধ্যমে। এটি ছিল আমাদের দ্বিতীয় শোরুম। আমাদের সেরা পারফর্মিং শোরুমগুলির মধ্যে এটি অন্যতম হয়ে ওঠে ক্রমে ক্রমে। বছরের পর বছর ধরে আমাদের গ্রাহকদের ভালবাসা ও বিশ্বাস এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আমাদের পাশেই একটি বৃহত্তর আরও প্রিমিয়াম জায়গা তৈরি করতে হয়েছিল, এটি এমন একটি স্টোর যা বাংলার সত্যিই প্রাপ্য ছিল।’ বাংলায় প্রতিষ্ঠা, বাংলায় বেড়ে ওঠা এই খোসলা ইলেকট্রনিক্স বাংলার মানুষের জন্য উদ্ভাবন, পরিষেবা এবং বিলাসিতার মান ক্রমেই উন্নত করে চলেছে।






















