Work Hour: বাড়িতে বসে স্ত্রী'র মুখ দেখে কী হবে ! ৯০ ঘণ্টা কাজের নিদান এই সংস্থার প্রধানের; বিতর্ক তুঙ্গে
L&T Chairman SN Subrahmanyan: এন সুব্রহ্মণ্যমকে বলতে শোনা যায়, 'রবিবার বাড়িতে বসে থেকে কতক্ষণই বা স্ত্রী'র মুখ দেখবেন ? আমি যদি আপনাদের দিয়ে রবিবারেও কাজ করাতে পারি, তাহলে আমি আরও বেশি খুশি হব।

L&T Chairman: সপ্তাহে কাজের সময় নিয়ে এর আগেও ঝড় তুলেছিলেন ইনফোসিস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। এবার সেই ঝড় আরও এক ধাপ বাড়িয়ে দিলেন যেন লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম (SN Subrahmanyan)। আর সেই মন্তব্য নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান দিয়েছেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়েই এই মন্তব্যকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। আর তাঁর এই মন্তব্যে (90 Hour Work Week) আরও একবার চর্চা শুরু হয়েছে বিভিন্ন সংস্থায় কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যহানি বিষয়ে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'রবিবার বাড়িতে বসে থেকে কতক্ষণই বা স্ত্রী'র মুখ দেখবেন ?' আর এর মাধ্যমেই তিনি বাড়িতে অনেক কম সময় দেওয়ার নিদান দিয়েছেন, আর অফিসেই বেশিরভাগ সময় ব্যয় করতে বলেছেন। এমনকী রবিবারেও তিনি অফিসে এসে কাজের নিদান দিয়েছেন। আর এই মন্তব্যেই আরও একবার ওয়ার্ক-লাইফ ব্যালান্স নিয়ে চর্চা শুরু হয় যা প্রথম ঝড় তুলেছিল ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের মন্তব্যে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি ঠিক কবেকার তা জানা যায়নি, সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি যদি আপনাদের রবিবারেও কাজ না করাতে পারি, তাহলে আমার নিজেরই অনুশোচনা হবে। আমি যদি আপনাদের দিয়ে রবিবারেও কাজ করাতে পারি, তাহলে আমি আরও বেশি খুশি হব। কারণ আমি নিজেও রবিবারে কাজ করি। বাড়িতে বসে বসে রবিবারে কী করবেন আপনি ? কতক্ষণ ধরেই বা আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকা যায় ? কতক্ষণই বা ঘরের স্ত্রী'রা তাদের স্বামীর দিকে তাকিয়ে থাকবেন ? উঠে পড়ুন, চলে আসুন অফিসে, কাজ শুরু করুন'।
এই মন্তব্যে সমাজমাধ্যমে নেটিজেনদের অনেকে লিখেছেন, 'কতক্ষণই বা একজন কর্মী স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন এবং অযোগ্য ম্যানেজারদের মুখ দেখবেন ?' এসএন সুব্রহ্মণ্যমের এই মন্তব্যের পরেই লারসেন অ্যান্ড টার্বো সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে চেয়ারম্যান সুব্রহ্মণ্যমের এই মন্তব্য আসলে দেশের উন্নতির জন্য আরও অতিরিক্ত কর্মপরিকল্পনার প্রসঙ্গে বলা হয়েছে। চেয়ারম্যানের এই মন্তব্যকে নিরাপদ আড়াল করতে সংস্থার মুখপাত্র একটি বড় বিবৃতিতে এই মন্তব্যের সামগ্রিক প্রসঙ্গের অবতারণা করেন। সুব্রহ্মণ্যমের এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে মিমের বন্যা। বহু মানুষ এর তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন: Upcoming IPO: এবার আইপিও আনছে লেন্সকার্ট, কবে আসছে বাজারে, নিলে লাভ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
